ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ প্রকল্পের সভা

প্রকাশিত: ০৭:২৫, ১৯ জানুয়ারি ২০১৮

সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ প্রকল্পের সভা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ’র) অধীন ১০০০ শয্যাবিশিষ্ট সুপার স্পেশালাইজড হাসপাতাল স্থাপন প্রকল্পের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। সভায় সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ প্রকল্পের সার্বিক অগ্রগতির বিষয়ে উপাচার্যকে অবহিত করেন প্রকল্প পরিচালক ও সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ জুলফিকার রহমান খান। সভায় উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান যথাসময়ে ও দ্রুততার সঙ্গে প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেন। হাসপাতাল নির্মাণের মূল কাজ মাসের শেষ দিকে শুরু হতে পারে। সভায় আগামী প্রো-ভাইস-চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুর রহমান দুলাল, পরিচালক (মানবসম্পদ) ডাঃ জামাল উদ্দিন খলিফা প্রমুখ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×