ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা যুক্তিতর্কে আরও সময় পেল আসামি পক্ষ

প্রকাশিত: ০৭:২৪, ১৯ জানুয়ারি ২০১৮

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা যুক্তিতর্কে আরও সময় পেল আসামি পক্ষ

স্টাফ রিপোর্টার ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তিতর্কের জন্য আবারও সময় পেলেন আসামি পক্ষের আইনজীবীগণ। মামলার আসামি ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের পক্ষে তৃতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন করেন তার আইনজীবী আহসান উল্লাহ। তার পক্ষে যুক্তি উপস্থাপন শেষ না হওয়ায় আগামী ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি যুক্তি উপস্থাপনের দিন ধার্য করেছে আদালত। বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ দিন ধার্য করেন। বেগম খালেদা জিয়া বেলা ১১টা ৫৮ মিনিটে আদালতে উপস্থিত হয়ে জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা প্রদান করেন। বেলা ৩টা ৭ মিনিটে আদালত ত্যাগ করেন তিনি। এর আগে ১৬ জানুয়ারি ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন আইনজীবী আহসান উল্লাহ। ১৯ ডিসেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তি উপস্থাপন শুরু হয়।
×