ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঢাবিতে দু’মাসে ১০ সাংবাদিকের ওপর হামলা

প্রকাশিত: ০৭:২৩, ১৯ জানুয়ারি ২০১৮

ঢাবিতে দু’মাসে ১০ সাংবাদিকের ওপর হামলা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সাংবাদিক নির্যাতনের ঘটনা বেড়েই চলছে। গত দুই মাসে বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত ১০ সাংবাদিক হামলার শিকার হয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি বার বার তাগাদা দেয়ার পরও কোন ঘটনার সুষ্ঠু বিচার হয়নি। অভিযুক্ত ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধেও সংগঠন থেকে তেমন কোন ব্যবস্থা নেয়া হয়নি। একটি প্রতিকূল পরিবেশে সাংবাদিকদের কাজ করতে হচ্ছে। এসব ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা উদ্বিগ্ন ও শঙ্কিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নিলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কঠোর কর্মসূচী গ্রহণ করতে বাধ্য হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান সমিতির সভাপতি আসিফ ত্বাসীন ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন। সমিতির সদস্যরা বলছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন একটি ঘটনারও বিচার করেনি। কোন কোন ঘটনার ক্ষেত্রে তদন্ত কমিটি গঠনের নামে বিচারপ্রক্রিয়াকে দীর্ঘায়িত করার কৌশল নেয়া হচ্ছে। ছাত্রলীগও জড়িতদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। বরং এর আগে একাধিক সাংবাদিক নির্যাতনের ঘটনায় বহিষ্কৃতদের নতুন করে পদায়ন করা হয়েছে। এসব কারণে বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের প্রত্যাশিত কাজের পরিবেশ বিনষ্ট হচ্ছে। সর্বশেষ গত ১৬ জানুয়ারি রাতে বকশীবাজার এলাকায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন রেডিও টুডের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক নাজমুল হুদা ও সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আবদুল্লাহ আল জুবায়ের।
×