ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতু প্রকল্পে ভৌত অগ্রগতি ৫০ শতাংশ ॥ সেতুমন্ত্রী

প্রকাশিত: ০৭:২২, ১৯ জানুয়ারি ২০১৮

পদ্মা সেতু প্রকল্পে ভৌত অগ্রগতি ৫০ শতাংশ ॥ সেতুমন্ত্রী

সংসদ রিপোর্টার ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি ৫০ শতাংশ। পদ্মা নদীর মাটির লেয়ারের ভিন্নতার কারণে ১৪টি পিয়ার লোকেশনে পাইলের ডিজাইন চূড়ান্ত করতে কিছুটা বিলম্ব হচ্ছে। এ ধরনের কাজে অভিজ্ঞ দেশ-বিদেশের বিশেষজ্ঞদের মাধ্যমে বিষয়টি দ্রুত নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, ইতোমধ্যে পদ্মা সেতুর একটি স্প্যান বসানো হয়েছে এবং চলতি জানুয়ারি মাসে আরও একটি স্প্যান বসানো হবে। এটি বাস্তবায়নে পাইল ড্রাইভিং এবং পিয়ার কলামের পাশাপাশি অবশিষ্ট স্প্যানগুলো পর্যায়ক্রমে বসানোর মাধ্যমে চলতি ২০১৮ সালের ডিসেম্বর নাগাদ সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সংসদ সদস্য আবদুল মতিনের প্রশ্নের জবাবে মন্ত্রী ওবায়দুল কাদের জানান, অন-টেস্ট স্টিকার লাগিয়ে মোটরসাইকেল রাস্তায় চলাচলে বন্ধ করছে বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক এবং জেলা ম্যাজিস্ট্রেটের আদালত পরিচালনা করা হচ্ছে। রেলওয়ের প্রায় সাড়ে তিন হাজার একর জমি অবৈধ দখলে ॥ সরকারদলীয় সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী মুজিবুল হক জানান, বর্তমানে বাংলাদেশ রেলওয়ের জমির পরিমাণ ৬১ হাজার ৮৬০ একর। এর মধ্যে রেলওয়ের নিজ দখলে থাকা জমির পরিমাণ ৫৬ হাজার ৯৭০ একর। বর্তমানে সাক্ষরতার হার ৭১ ভাগ ॥ সরকারদলীয় অপর সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, ২০০৯ সালের ১ জানুয়ারি দেশের সাক্ষরতার হার ছিল ৪১ দশমিক ১৫ শতাংশ। বর্তমানে দেশে সাক্ষরতার হার ৭১ শতাংশ। নারী সাক্ষরতার হার ৬৮ দশমিক ৯ ভাগ এবং পুরুষ সাক্ষরতার হার ৭৩ শতাংশ।
×