ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতে বিদ্রোহী বিচারপতিদের বাদ দিয়েই বসল সুপ্রীমকোর্ট

প্রকাশিত: ০৬:৪০, ১৯ জানুয়ারি ২০১৮

ভারতে বিদ্রোহী বিচারপতিদের বাদ দিয়েই বসল সুপ্রীমকোর্ট

ভারতের সুপ্রীমকোর্টের বিশেষ সাংবিধানিক বেঞ্চ থেকে বাদ পড়লেন বিচারপতি জে চেলামেশ্বর, বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এম বি লোকুর ও বিচারপতি কুরিয়ান জোসেফ। বুধবার থেকে শীর্ষ আদালতের বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার শুনানি করবে নতুন করে তৈরি হওয়া এই পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ। আজকাল। নতুন ডিভিশন বেঞ্চের সদস্য হয়েছেন, প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ কে সিক্রি, বিচারপতি এ এম খানউইলকর, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি অশোক ভূষণ। ১২ জানুয়ারি যে বিদ্রোহী বিচারপতিরা প্রধান বিচারপতি দীপক মিশ্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন, তাদের সঙ্গে সিআইজির একটি দেখা করার কথা হয়েছে। তবে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। বৃহস্পতিবার সুপ্রীমকোর্টের সাংবিধানিক বেঞ্চে আধার কাডের শুনানি হওয়ার কথা ছিল। বিয়ে বিষয়ক একটি গুরুত্বপূর্ণ মামলারও শুনানি হওয়ার কথা রয়েছে এই সময়ে। সবরিমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার বা পার্সি মহিলাদের অন্য ধর্মের বিয়ে করলে পরিচয় বদলে যাওয়ার মতো বিষযগুলোও শুনানির জন্য যাবে এই বেঞ্চে। এছাড়া, লোয়া মৃত্যু তদন্তের বিষয়েও একটি মামলার শুনানির কথা রয়েছে আদালতে।
×