ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রশাসনে চীনা নীতির প্রভাব নিয়ে উদ্বেগ

ওয়েন্ডি মারডকের বিষয়ে কুশনারকে সতর্ক করলেন মার্কিন কর্মকর্তারা

প্রকাশিত: ০৬:৩৭, ১৯ জানুয়ারি ২০১৮

ওয়েন্ডি মারডকের বিষয়ে কুশনারকে সতর্ক করলেন মার্কিন কর্মকর্তারা

মার্কিন কর্মকর্তারা ২০১৭ সালের শুরুর দিকে জারেড কুশনারকে ওয়েন্ডি ডেং মারডকের সঙ্গে সম্পর্ক থাকায় সতর্ক করেছেন। চীনা বংশোদ্ভূত মার্কিন সনামধন্য ব্যবসায়ী ওয়েন্ডি চীন সরকারের স্বার্থে তার সঙ্গে কুশনার ও ইভানকার ঘনিষ্ঠ বন্ধুত্বকে ব্যবহার করতে পারেন বলে গুপ্তচরবিরোধী কর্মকর্তারা আশঙ্কা করছেন। সতর্ক করার সঙ্গে যুক্ত কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নাল। কর্মকর্তাদের একজন জানিয়েছেন, গুপ্তচরবিরোধী মার্কিন কর্মকর্তাদের যুক্তি হল যে, ওয়েন্ডি চীনা সরকারের পক্ষে ওয়াশিংটন ডিসিতে উচ্চ পর্যায়ে লবি করার কাজটি করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ন্যাশনাল আরবোরিটার্মে দশ কোটি মার্কিন ডলার বিনিয়োগে একটি চীনা বাগান জাতীয় নিরাপত্তা ঝুঁকির কারণ হিসেবে বিবেচিত হয়েছিল। কেননা ৭০ ফুট উঁচু সাদা টাওয়ার সেখানে রয়েছে। যা নজরদারি করার জন্য ব্যবহার করা যেতে পারে। এলাকাটি ক্যাপিটল ও হোয়াইট হাউসের উভয় দিক থেকে পাঁচ মাইলেরও কম দূরে অবস্থিত। যদিও গুপ্তচরবিরোধী কর্মকর্তারা কুশনারকে ওয়েন্ডি সম্পর্কে তাদের পর্যালোচনার বিস্তারিত ব্যাখ্যা দেননি। জাতীয় নিরাপত্তার স্বার্থেই কুশনারকে সতর্ক করা হয়েছে বলে জানান হয়। এদিকে ইভানকা ট্রাম্প মার্চের শেষের দিকে ঘোষণা করেন, তিনি হোয়াইট হাউসে আনুষ্ঠানিকভাবে ভূমিকা পালন করছেন। যার সঙ্গে গুপ্তচরবিরোধী সতর্কতা যুক্ত নয়। এমনকি ওয়েন্ডি, কুশনার বা ইভানকার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন। ওয়েন্ডি ১৯৯৯ সালে রুপার্ট মারডককে বিয়ে করেন। ২০১৩ সালে মারডকের সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায়। তারপরও তিনি তার বৈবাহিক উপাধি ব্যবহার করে আসছেন। নতুন প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের সতর্ক করার বিষয়টি গুপ্তচরবিরোধী কর্মকর্তাদের নিত্যদিনের একটি কাজ। যার সঙ্গে যুক্ত রয়েছে বিদেশী সংযোগের ক্ষেত্রে আন্তঃক্রিয়া। এরই অংশ হিসেবে অনেক সময় নির্দিষ্ট কিছু ব্যক্তিকে বিষয়টি তারা অবগত করে থাকে। বিশেষ করে সেইসব লোকদের যারা রাষ্ট্রীয় প্রোটোকলের অধীন থাকেন। ওয়েন্ডির মুখপাত্র জানিয়েছেন, এফবিআই সম্পর্কে তার কোন ধারণা নেই। এমনকি অন্য কোন গোয়েন্দা সংস্থার সঙ্গেও তার বা তার সংগঠনের কোন সম্পর্ক নেই। নির্দিষ্ট করে বললে চীনা সরাকারের অর্থায়নে বাগান প্রকল্পের ব্যাপারে তিনি কিছুই জানেন না। কুশনার ও ইভানকার এক প্রতিনিধি ব্যাখ্যা করেছেন যে, কুশনারের সঙ্গে ওয়েন্ডির সম্পর্কের ব্যাপারে কর্মকর্তাদের সতর্ক করার বিষয়টি আসলে একটি রুটিন কাজ । যার সঙ্গে উর্ধতন কর্মকর্তার নিরাপত্তার বিষয়টি যুক্ত রয়েছে। কুশনার তার কাজ সম্পর্কে অবগত আছেন। তিনি যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক জোরদারে সহায়ক ভূমিকা পালন করে আসছেন। যাতে উভয় দেশ নিজেদের সম্পর্কের সমস্যাগুলো সমাধানে সক্ষম হয়। ওয়েন্ডি ও বাগান সম্পর্কে যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিনিধিকে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টিকে পুরো ভিত্তিহীন বলে জানান। মার্কিন কর্মকর্তারা চীন সরকারের নীতি যাতে তাদের দেশে প্রভাব বিস্তারের কোন রকম চেষ্টা না করে সে ব্যাপারে উদ্বিগ্ন রয়েছেন। উদাহরণ হিসেবে বলা যায়, লাস ভেগাসের ক্যাসিনো ব্যবসায়ী ও রিপাবলিকান ন্যাশনাল কমিটির আর্থিক চেয়ারম্যান স্টিভ ওয়েনের কথা। যার ম্যাকাওয়ের ক্যাসিনোগুলো চীনা অঞ্চলে কোন ধরনের লাইসেন্স ছাড়া চলছে। তার সেখানে বিভিন্ন ধরনের ব্যবসাও রয়েছে। গত বছর চীন সরকারের পক্ষ থেকে ট্রাম্পকে একটি চিঠি দেয়া হয়। যেখানে ওয়েনের ব্যাপারে বেআইনী ব্যবসা করার কথা জানিয়ে তাকে চীনের কাছে হস্তান্তরের কথা বলা হয়। বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন ওয়েনের প্রতিনিধি। মার্কিন নাগরিক ওয়েন্ডির অনেক বছর ধরে ট্রাম্প ও কুশনারের সঙ্গে বন্ধুত্ব রয়েছে।
×