ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্মার্ট ডিভাইস আনছে ফেসবুক

প্রকাশিত: ০৪:২৩, ১৯ জানুয়ারি ২০১৮

স্মার্ট ডিভাইস আনছে ফেসবুক

‘পোর্টাল’ নামে একটি স্মার্ট ডিভাইস আনছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ডিভাইসটি চলতি বছরের মে মাসে বাজারে আসতে পারে। ফেসবুক জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন একটি হোম কমিউনিকেশন ডিভাইস হচ্ছে ‘পোর্টাল’। এর মাধ্যমে পরিবারের সদস্য এবং বন্ধুদের ভিডিও কল করা যাবে। ভিডিও কলের জন্য ওয়াইড এ্যাঙ্গেল ক্যামেরা, মাইক্রোফোন এবং স্পীকারসহ যাবতীয় কার্যক্রম ভয়েস কমান্ডের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। ‘পোর্টাল’-এর বাজার মূল্য ৫০০ মার্কিন ডলার। ভিডিও কলের পাশাপাশি এটি দিয়ে নেটফ্লিক্সের সঙ্গে সংযুক্ত করে মুভিও দেখা যাবে। -অর্থনৈতিক রিপোর্টার চীনে দ্বিতীয় অফিস খুলল গুগল এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতির দেশ চীনে নিজেদের দ্বিতীয় অফিস চালু করেছে গুগল। টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়, গুগলের এই অফিসটি চালু হয়েছে চীনের শেনজেনে। একই শহরে রয়েছে টেনসেন্ট, হুয়াওয়ে ও জেডটিইর প্রধান কার্যালয়। চীনে এর আগেও একটি অফিস চালু করে গুগল। সেটা মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে গবেষণার জন্য ব্যবহার করা হয়। তবে এবার চালু করা অফিসটিতে কোন ধরনের কার্যক্রমের ওপর গুরুত্ব দেয়া হবে তা এখনও জানা যায়নি। অবশ্য এ সম্পর্কে গুগলের একজন মুখপাত্র বলেন, শেনজেনে আমাদের গুরুত্বপূর্ণ অনেক গ্রাহক ও পার্টনার রয়েছে। তাদের সঙ্গে আরও ভালভাবে কাজ করার জন্যই এ অফিসটি চালু করা হয়েছে। উল্লেখ্য, চীনে বন্ধ রয়েছে গুগল সার্চ সেবা। তারপরও দেশটিতে গুগলের প্রচুর কর্মী রয়েছেন। তারা বিভিন্ন আন্তর্জাতিক সেবা নিশ্চিতে কাজ করে থাকেন। -অর্থনৈতিক রিপোর্টার
×