ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিএসইর শেয়ার মেলার প্রচার শুরু

প্রকাশিত: ০৪:১৪, ১৯ জানুয়ারি ২০১৮

সিএসইর শেয়ার মেলার প্রচার শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী এক থেকে তিন ফেব্রুয়ারি চট্টগ্রামের জিইসি কনভেনশন হলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আয়োজিত ৬ষ্ঠ ক্যাপিটাল মার্কেট এ্যান্ড ইনভেস্টমেন্ট ফেয়ার ২০১৮ অনুষ্ঠিত হবে। আর মেলাকে স্বার্থক করে তুলতে আনুষ্ঠানিকভাবে প্রচার কাজ শুরু করা হয়েছে। বৃহস্পতিবার শেয়ারবাজার ও বিনিয়োগ মেলার লোগো নিয়ে খোলা আকাশে বেলুন উঠিয়ে সিএসই এই প্রচার কাজ শুরু করেছে। ষষ্ঠবারের মতো প্রতিষ্ঠানটি এই মেলার আয়োজন করছে। বেলুনটি চট্টগ্রামের ব্যস্ততম এলাকা টাইগার পাস সড়কের নিকট থেকে উড়ানো হয়েছে। শেয়ারবাজার সম্পর্কে মানুষকে জানাতে এবং বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা বাড়াতে এই মেলার আয়োজন করা হয়েছে। সিএসই ২০০৫ সালে চট্টগ্রামে প্রথম এই মেলার আয়োজন করে । এরপর ২০০৭ সালে সিলেটে, ২০০৯ সালে চট্টগামে, ২০১৪ সালে ঢাকায় এবং ২০১৫ সালে চট্টগ্রামে মেলার আয়োজন করা হয়। অকারণে দর বাড়ছে সোনারগাঁও টেক্সটাইলের অর্থনৈতিক রিপোর্টার ॥ কোন কারণ ছাড়াই শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে বস্ত্র খাতের সোনারগাঁও টেক্সটাইল। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সাম্প্রতিক সময়ে এ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়তে থাকে। বিষয়টি ডিএসইর নজরে আসে। এরপর ডিএসই কোম্পানিটিকে কারণ দর্শানোর নোটিস দেয়। সেই নোটিসের জবাবে ডিএসইকে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছেন, কোন মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই এ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে। উল্লেখ্য, গত ৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৪.১০ টাকা থেকে বেড়ে ১৬.৯০ টাকায় পৌঁছায়। অর্থাৎ এ সময়ে কোম্পানিটর শেয়ার দর ২.৮০ টাকা বেড়েছে।
×