ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে টঙ্গীবাড়িতে বিক্ষোভ

প্রকাশিত: ০৩:৪০, ১৮ জানুয়ারি ২০১৮

ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে টঙ্গীবাড়িতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার,মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ওয়ার্কশপ ব্যবসায়ীকে পিটিয়ে ও ছুরিকাহত করে দুই দফা হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধন করছে এলাকাবাসী। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত টঙ্গীবাড়ি উপজেলার মুন্সীগঞ্জ-শ্রীনগর সড়কের পাইকপাড়া চৌরাস্থায় হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কয়েকশ’ নারী-পুরুষ এই কর্মসূচী পালন করে। তারা আব্দুল্লাহপুর থেকে একটি মিছিল নিয়ে পাইকপাড়া চৌরাস্থায় এসে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শণ ও পরে মানববন্ধন করে। এ সময় রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কর্মসূচী পালন করে বাড়ি ফেরার পথে আব্দুল্লাহপুর বাজার এলাকায় একদল দুবৃত্ত ভুক্তভোগীদের ধাওয়া করে। এ সময় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। উল্লেখ্য, গত ১৫ ই জানুয়ারি সন্ধ্যায় ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে আব্দুল্লাহপুরস্থ শেখ পাড়া গ্রামের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ব্যবসায়ী মো. রাসেল বেপারীর ছেলে তানভীরকে (৯) মন্ডলবাড়ির জুবায়েরগং মারধর করে আটকে করে রাখে। খবর পেয়ে রাসেল বেপারী ঘটনাস্থলে গেলে তাকেও পিটিয়ে আহত করে জুবায়ের গং। রাসেলকে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এলে কর্তব্যরত চিকিৎসক এক্সরে করার প্রেসক্রিপশন দেন। রাত ৯টার দিকে বাইরে এক্সরে করতে এলে টঙ্গীবাড়ি ব্রিজের কাছ থেকে রাসেলকে তুলে নিয়ে পুনরায় পিটায় ও ছুরিকাহত করে। পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রাসেল বেপারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। বর্তমানে রাসেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় জুবায়ের, সাদ্দাম বেপরী, শওকত বোপরী ও মিলনসহ ৮ জনকে আসামি করে টঙ্গীবাড়ি থানায় মামলা হলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি।
×