ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টঙ্গীতে জোড়া খুনের ঘটনায় গ্রেফতার ৫

প্রকাশিত: ০২:৫১, ১৮ জানুয়ারি ২০১৮

টঙ্গীতে জোড়া খুনের ঘটনায় গ্রেফতার ৫

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুরের টঙ্গীতে আলোচিত জোড়া খুনে জড়িত অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব। গত বছরের ১২ ডিসেম্বর সন্ধ্যায় টঙ্গীর দত্তপাড়ার ইশানাদি সরকার রোডের একটি নির্মানাধীন ভবনের নিচতলায় বিদেশ থেকে দেশে আসা আক্তার হোসেন (৩৫) ও তার চাচাতো ভাই আসিবুর রহমান মিমকে (২৭) কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। র্যাব জানায়, গত বুধবার রাতে দত্তপাড়া এলাকার ধুমকেতু স্কুলের সামনে থেকে মামলার এজাহারনামীয় একনম্বর আসামী হুমায়ুন কবির (২৪), সাত নম্বর আসামী জুয়েল শিকদারকে (১৯) গ্রেফতার করে। পরে এ দু’জনের দেয়া তথ্য মোতাবেক গ্রেফতার করা হয় জীবন (২৯), বিল্লাল হোসেন (১৮) ও রবিউল রবু (১৮) নামে আরও তিন জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৭ টি বুলেটসহ ধারালো অস্ত্রশস্ত্র এবং ইয়াবা উদ্ধার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মাদক ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে হত্যাকান্ডটি ঘটে। হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী হুমায়ুন কবির। হত্যার আগেই বেশ কয়েকবার নিহতদের হত্যার চেষ্টা করা হয়েছিল। প্রায় ৪ থেকে ৫ বছর ধরে হুমায়ুনের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি সংঘবদ্ধ চক্র টঙ্গীর দত্তপাড়া ও এরশাদনগর এলাকা কেন্দ্রিক মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিল। নিহত আসিবুর রহমান মিম ও আক্তার হোসেনও সম্প্রতি মাদক ব্যবসা করার উদ্দেশ্যে একটি সন্ত্রাসী গ্রুপ প্রতিষ্ঠা করেছিল। তারই জেরে হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। আক্তার দুবাইতে আর মিম ইতালীতে ছিল। সম্প্রতি তারা দেশে ফিরে মাদকের ব্যবসা শুরুর চেষ্টা করছিল।
×