ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১২ দফা দাবিতে নির্মাণ শ্রমিকদের সমাবেশ

প্রকাশিত: ০২:৩৭, ১৮ জানুয়ারি ২০১৮

১২ দফা দাবিতে নির্মাণ শ্রমিকদের সমাবেশ

স্টাফ রিপোর্টার ॥ কর্মস্থলে নিহত শ্রমিকদের ১৫ লক্ষ টাকা ও আহত শ্রমিকদের ২০ লাখ টাকা শ্রম আইনে অন্তর্ভূক্তি, ২০১৮-১০১৯ অর্থ বছরের বাজেটে শ্রমিকদের মৌলিক অধিকার বাস্তবায়নের দাবিতে সমাবেশ করেছে নির্মাণ শ্রমিকরা। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সারাদেশ থেকে বিপুল সংখ্যক নির্মাণ শ্রমিক অংশ নেয়। সমাবেশে সংহতি প্রকাশ করে বিভিন্ন শ্রমিক নেতারা বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন, গত বছর ১০ লক্ষ শ্রমিক প্রবাসে যায়। ২০২২ সালে কাতারে অনুষ্ঠিতব্য স্টেডিয়ামও নির্মাণ করবে বাংলাদেশের নির্মাণ শ্রমিকরা। বাংলাদেশ গুরুত্বপূর্ণ প্রকল্পে অবদান রাখছে নির্মাণ শ্রমিকরা। তবে বাজেটে কেন শ্রমিকদের স্বার্থ রক্ষায় কোনো বরাদ্দ থাকবে না? বক্তারা আক্ষেপ করে বলেন, ভবন ভেঙ্গে গার্মেন্টস শ্রমিকরা নিহত হলে তাদের সাহায্যর্থে সকলেই এগিয়ে আসেন। অথচ স্থাপনা তৈরী করতে যেয়ে প্রতিদিনই নির্মাণ শ্রমিকরা মারা যাচ্ছে, তার খোজ কেউ রাখছে না। ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের পরিচালনায় সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহিদুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদ ইসলাম খান, কামরুল আহসান, রাজেকুজ্জামান রতন, মাহবুবুর রহমান খসরু,ওসমান আলী, সৈয়দ সুলতান উদ্দন আহমেদ প্রমুখ।
×