ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দৌলতপুরে সাংবাদিকের বাড়িতে দূর্ধর্ষ চুরি

প্রকাশিত: ০০:২৩, ১৮ জানুয়ারি ২০১৮

দৌলতপুরে সাংবাদিকের বাড়িতে দূর্ধর্ষ চুরি

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ার দৌলতপুরে থানা সংলগ্ন প্রভাষক আহাদ আলী নয়ন নামে এক সাংবাদিকের বাড়িতে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে মাষ্টারপাড়ায় বাড়ির গেটের তালা ভেঙ্গে এলাকার সংগবদ্ধ চোরোরা ঘরে প্রবেশ করে নগদ টাকা,স্বর্নালংকার, ল্যাবটপসহ প্রায় ১২ লক্ষ টাকার সম্পদ চুরি করেছে। সাংবাদিক আহাদ আলী নয়ন জানান, বুধবার সন্ধ্যায় ঘরের বিভিন্ন কক্ষ ও প্রধান গেটে তালা ঝুলিয়ে স্ত্রী সন্তানসহ সে তার বড় ভাইয়ের বাড়িতে বেড়াতে যান। রাত সাড়ে ৮ার দিকে বাড়ি ফিরে দেখেন প্রধান গেটসহ সব কক্ষের তালা ভাঙ্গা এবং আলমিরার তালা ভেঙ্গে সেখানে রক্ষিত নগদ প্রায় ৪ লক্ষ টাকা, ১৬ ভরি ¯¦র্নালংকার, জমির বিভিন্ন দলিল ও একটি ল্যাবটবসহ ঘরের মূল্যবান সম্পদ চুরি হয়েছে। বিষয়টি তৎক্ষনাত দৌলতপুর থানা পুলিশকে জানানো হলে দৌলতপুর থানার ওসি শাহ দারা খানসহ দৌলতপুর থানার বিভিন্ন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় সন্দেহভাজন বিভিন্ন স্থানে তল্ল¬াশী অভিযান চালায়। দৈনিক নয়া দিগন্ত পত্রিকার দৌলতপুর প্রতিনিধি ও দৌলতপুর কলেজের আইসিটি বিভাগের প্রভাষক আহাদ আলী নয়ন চুরির ঘটনায় ওই রাতেই দৌলতপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে এখনও পর্যন্ত চুরি যাওয়া সম্পদ বা চুরির সাথে জড়িত কেউ আটক হয়নি। এ বিষয়ে দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, চুরির বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। সম্ভাব্য বিভিন্ন স্থানে ইতোমধ্যে তল¬াশীও চালানো হয়েছে।
×