ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওগাঁর আত্রাই-রাণীনগরে পুলিশের বিশেষ অভিযান

প্রকাশিত: ০০:০৪, ১৮ জানুয়ারি ২০১৮

নওগাঁর আত্রাই-রাণীনগরে পুলিশের বিশেষ অভিযান

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ একসময়ের রক্তাক্ত জনপদ খ্যাত উত্তরের নওগাঁ জেলার আত্রাই-রাণীনগরে বইছে এখন শান্তির সু-বাতাস। বর্তমান সরকারের কঠোর পদক্ষেপে স্থানীয় এমপি ইসরাফিল আলমের সার্বিক সহযোগীতায় এবং উল্লেখিত দুই থানা পুলিশের সক্রিয় প্রচেষ্টায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির এমন বেশ পরিবর্তন সম্ভব হয়েছে। থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২ মাসে আত্রাই ও রানীনগর থানায় জঙ্গী, সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ বিভিন্ন ঘটনায় ১৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে আত্রাই থানায় ৭ জঙ্গী ও ৫ সাজাপ্রাপ্তসহ ৭৫জন এবং রানীনগর থানায় ৭৭ জনকে গ্রেফতার করা হয়। উল্লেখিত দুই থানায় নতুন ওসি যোগদানের পর এলাকায় পুলিশী অভিযান জোড়দার করায় ওই দুই উপজেলায় আইন-শৃংখলা পরিস্থিতির বেশ উন্নতি চোখে পড়ার মতো। তবে এলাকাবাসির দাবি এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। আত্রাই থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে মোঃ মোবারক হোসেন ও রানীনগর থানায় এএসএম সিদ্দিকুর রহমান যোগদানের পর থেকেই নতুন কর্ম-কৌশলে তারা অপরাধ দমনে এগিয়ে চলেছেন। ওই দুই উপজেলার চিহ্নিত দাগী সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা শুরু করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। বর্তমানে এক সময়ের রক্তাক্ত জনপদ খ্যাত আত্রাই ও রাণীনগর উপজেলা এখন শান্তি আর উন্নয়নের জনপদ হিসেবে পরিনত হয়েছে। গত দুই মাসে এলাকায় কোন চুরি, ডাকাতি, রাহাজানি অথবা খুনের মতো বড় ধরণের কোন অপরাধ কর্মকান্ড সংঘটিত হয়নি। এব্যাপারে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ রাশিদুল হক জানান, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারন মানুষকে এসব অপরাধ দমনে পুলিশের পাশে থাকার আহ্বান জানান তিনি।
×