ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তরুণদের নেতৃত্ব বিকাশে ঠাকুরগাঁওয়ে প্রকল্প অবহিতকরণ সভা

প্রকাশিত: ২৩:৩৭, ১৮ জানুয়ারি ২০১৮

তরুণদের নেতৃত্ব বিকাশে ঠাকুরগাঁওয়ে প্রকল্প অবহিতকরণ সভা

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ “ইনফরমেশন নেটওয়াকিং ফর ইউথ ডেভলপমেন্ট” বিষয়ে এক প্রকল্প অবহিতকরণ সভা আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও পৌরকমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংস্থা ফ্রীড (ফার-রীচিং ইকোনিামিক্যাল এন্ড এনভায়রমেন্টাল ডেভেলপমেন্ট) আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী। সংস্থার নির্বাহী পরিচালক মাসহুরা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, সদর থানার প্রতিনিধি এসআই জাহাঙ্গীর আলম, জেলা মহিলালীগের সভাপতি দ্রৌপদি দেবী আগরওয়ালা ও ল’কলেজের অধ্যক্ষ তাহমিনা আখতার মোল্লা। সভায় জানানো হয়, এই প্রকল্পের মাধ্যমে ঠাকুরগাঁও পৌরসভার ৬ টি ওয়ার্ডের যুবক-যুবতীদের নেতৃত্ব বিকশিত ও তাদের মাধ্যমে এলাকার জনসাধারণকে তথ্য প্রযুক্তির ব্যবহার ও অপব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক উন্নয়নে কাজ করা হবে। সভায় সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
×