ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাতকড়াসহ পলাতক আসামি ফের গ্রেফতার

প্রকাশিত: ২৩:১৬, ১৮ জানুয়ারি ২০১৮

হাতকড়াসহ পলাতক আসামি ফের গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপা পুলিশের প্রহরা এড়িয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া একাধিক মামলার দাগি আসামি মোঃ সোহাগ পেয়াদা (৩০) ফের গ্রেফতার হয়েছে। পালিয়ে যাওয়ার ১৭ ঘন্টার মধ্যে বৃহস্পতিবার ভোররাত পাঁচটার দিকে পুলিশ গলাচিপা সদর ইউনিয়নের পাঁচখালী গ্রামের একটি জঙ্গল থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গতকাল বুধবার বেলা ১২ টার দিকে সোহাগ পেয়াদা গ্রেফতার অবস্হায় পুলিশের প্রহরা ভেঙ্গে হাতকড়া নিয়ে পৌরসভার টিএ্যান্ডটি রোড এলাকা থেকে পালিয়ে গিয়েছিল। পুলিশ এর কিছুক্ষণ আগে তাকে ওই চরখালী গ্রাম থেকে গ্রেফতার করে এবং তাকে হাটিয়ে থানায় আনা হচ্ছিল। পুলিশের চারজন সদস্য এ সময় তার প্রহরায় ছিল। পুলিশের প্রাথমিক জিঞ্জাসাবাদে সোহাগ পেয়াদা জানিয়েছে, হাতকড়া পড়া অবস্হায় সে গায়ে চাদর জড়িয়ে বাউফল উপজেলার দাশপাড়া বাজারে গিয়ে একটি ওয়ার্কশপে পাঁচশ টাকা দিয়ে হাতকড়া ভেঙ্গে ফেলে। এরপরে আবার সে এলাকায় ফিরে আসে। পুলিশ হাতকড়াটিও উদ্ধার করেছে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন জানান, গলাচিপা পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নূর ইসলাম পেয়াদার ছেলে সোহাগ পেয়াদা দুর্ধষ সন্ত্রাসী ও দাগি আসামি। তার বিরুদ্ধে থানায় আগের চারটি মামলা রয়েছে। সবগুলোতে সে পলাতক ছিল। পুলিশের কাছে সে ওয়ান্টেড সোহাগ হিসাবে পরিচিত ছিল। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে রিমান্ডে আনারও প্রস্তুতি চলছে।
×