ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফল প্রকাশের আশ্বাসে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

প্রকাশিত: ২২:৩৫, ১৮ জানুয়ারি ২০১৮

ফল প্রকাশের আশ্বাসে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

অনলাইন রির্পোটার ॥ ফল প্রকাশের আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের আশ্বাসের পর বৃহস্পতিবার বেলা ২টার দিকে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করেন। এ সময় ঢাবি ভিসি বলেন, ‘খুব দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা নেয়া হবে। আর আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে অধিভুক্ত সাত কলেজের ২০১৪-১৫ সেশনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে’। এর আগে বেলা সাড়ে ১১টা থেকে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। অধিভুক্ত কলেজগুলো হল- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
×