ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বর্ষসেরা ক্রিকেটার বিরাট কোহলি

প্রকাশিত: ২২:২৬, ১৮ জানুয়ারি ২০১৮

বর্ষসেরা ক্রিকেটার বিরাট কোহলি

অনলাইন ডেস্ক ॥ বছরজুড়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ভারতের বিরাট কোহলি। ২০১৭ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কারও জেতার পাশাপাশি বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে একাদশের অধিনায়ক নির্বাচিত হয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ জিতেছেন বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার। টেস্ট ও ওয়ানডের সেরা একাদশে ঠাঁই পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার। বর্ষসেরা পুরস্কারের জন্য বিবেচিত সময় ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর থেকে ২০১৭ সালের শেষ পর্যন্ত টেস্টে ৭৭.৮০ গড়ে কোহলি করেন ২ হাজার ২০৩ রান। এই সময়ে ভারত অধিনায়ক করেছেন ছয়টি ডাবল সেঞ্চুরি। গতবছর বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতেছিলেন আরেক ভারতীয় রবিচন্দ্রন অশ্বিন। দেশটির হয়ে এর আগে সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন রাহুল দ্রাবিড় ও শচিন টেন্ডুলকার। বর্ষসেরা পুরস্কার জয়ের পর আইসিসিকে ধন্যবাদ জানিয়ে কোহলি বলেন, “এটা সম্ভবত বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় পুরস্কার। পুরস্কার জয়টাকে আরও বিশেষ করেছে পর পর দুই বছরে দুই ভারতীয়র এটি জেতাটা।” মাত্র ২৯ বছর বয়সে ৩২তম ওয়ানডে সেঞ্চুরি করে শচিন টেন্ডুলকারের রেকর্ডের পানে ছোটো কোহলি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জয়ের লড়াইয়ে এগিয়ে ছিলেন। বিবেচিত সময়ে ওয়ানডেতে সাতটি সেঞ্চুরিতে ৮২.৬৩ গড়ে ১ হাজার ৮১৮ রান করেন কোহলি। টি-টোয়েন্টিতে ১৫৩ স্ট্রাইক রেটে করেন ২৯৯ রান। এর আগে ২০১২ সালে ওয়ানডের এই পুরস্কার জিতেছিলেন কোহলি। সেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হওয়া স্মিথের পরিসংখ্যানও চমক জাগানিয়া। বিবেচিত সময়ে টেস্টে আট শতকে ৭৮.১২ গড়ে অস্ট্রেলিয়া অধিনায়ক করেছেন ১ হাজার ৮৭৫ রান। গত পাঁচবারের মধ্যে চারবারই বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার জিতলেন কোনো অস্ট্রেলিয়ান। ২০১৩ সালে জিতেছিলেন মাইকেল ক্লার্ক, ২০১৪ সালে মিচেল জনসন। স্মিথ আগেরবার জিতছিলেন ২০১৫ সালে। পাকিস্তানের পেসার হাসান আলি জিতেছেন ২০১৭ সালের উদীয়মান ক্রিকেটারের পুরস্কার। আইসিসির সহযোগী সদস্য দেশগুলোর মধ্যে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আফগান লেগস্পিনার রশিদ খান। ১৯ বছর বয়সী এই ক্রিকেটার ঠাঁই পেয়েছেন বর্ষসেরা ওয়ানডে দলেও। বছরের সেরা টি-টোয়েন্টি পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের বিপক্ষ ২৫ রানে ৬ উইকেট নেওয়া ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চেহেল। টেস্টের বর্ষসেরা একাদশ: ডিন এলগার, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি (অধিনায়ক), স্টিভেন স্মিথ, চেতশ্বর পুজারা, বেন স্টোকস, কুইন্টন ডি কক (উইকেট কিপার), রবিচন্দ্রন অশ্বিন, মিচেল স্টার্ক, কাগিসো রাবাদা, জেমস অ্যান্ডারসন। ওয়ানডের বর্ষসেরা একাদশ: ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), বাবার আজম, এবি ডি ভিলিয়ার্স, কুইন্টন ডি কক (উইকেটকিপার), বেন স্টোকস, ট্রেন্ট বোল্ট, হাসান আলি, রশিদ খান, জাসপ্রিত বুমরাহ।
×