ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আগারগাঁও এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ২১:৪০, ১৮ জানুয়ারি ২০১৮

আগারগাঁও এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

অনলাইন রিপোর্টার ॥ আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁও এলাকায় রাস্তা ও ফুটপাতে গড়ে ওঠা দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।নির্বাচন কমিশন ভবনের সামনে থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। অভিযান পরিচালনা করছেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমান। দুই ঘন্টায় প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দিনব্যাপী এ অভিযান চলবে। সামনে নির্বাচন, এ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন অফিসে দেশি-বিদেশি নানা মানুষের আনাগোনা থাকবে। এছাড়া নির্বাচন কমিশনের পক্ষ থেকেও (ডিএনসিসি) কাছে অনুরোধ ছিল এসব অবৈধ স্থাপন উচ্ছেদ করার। পরে গণপূর্ত মন্ত্রণালায়ের সঙ্গে ডিএসসিসির সমন্বয় করে রাস্তা ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য অভিযান পরিচালিত হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে ডিএনসিসির কর্মকর্তারাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
×