ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিসিবির টিকেটে বাংলাদেশ বানান ভুল

প্রকাশিত: ২০:০৬, ১৮ জানুয়ারি ২০১৮

বিসিবির টিকেটে বাংলাদেশ বানান ভুল

অনলাইন ডেস্ক ॥ ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের টিকিটে 'বাংলাদেশ' বানানটি লেখা হয়েছে ভুলভাবে। ১৯ জানুয়ারি বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি মাঠে গড়াবে। ত্রিদেশীয় সিরিজে দর্শকদের আগ্রহ যে ম্যাচটি ঘিরে সবচেয়ে বেশি। অথচ গুরুত্বপূর্ণ এই ম্যাচের টিকিটে এত বড় একটি ভুল করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোমাধ্যমসহ সব জায়গায় উঠেছে সমালোচনার ঝড়। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের টিকেটে ইংরেজি হরফে বাংলাদেশ বানানটা লেখা হয়েছে এভাবে : BNANGLADESH। বোঝাই যাচ্ছে ‘বি’ হরফের পর একটা অতিরিক্ত ‘N’ যোগ হওয়াতেই বেধেছে বিপত্তি। এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচের টিকেটে কীভাবে খোদ দেশের নামটাই ভুল থাকতে পারে, তা ভেবে নিশ্চয়ই অবাক হচ্ছেন অনেকে। এমনকি বিসিবির অব্যবস্থাপনা আর অসতর্কতার জন্য সমালোচনাও নিশ্চয়ই হচ্ছে অনেক জায়গায়। ভুল বানানের টিকিট বিক্রি হয়ে গেছে। মানুষের হাতে হাতে পৌঁছে গেছে। এখন তো আর এটা সংশোধন করা সম্ভব নয়। তবে এমন ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, যে প্রেস ছাপার দায়িত্বে ছিল, তারাই ভুলটা করেছে। তবে মূল দায়িত্বটা নিজেদের বলে ভুলের দায়ও নিজেদের কাঁধে নিচ্ছে বিসিবি।
×