ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফরাসি লিগে গোল উৎসব

প্রকাশিত: ১৮:৩৪, ১৮ জানুয়ারি ২০১৮

ফরাসি লিগে গোল উৎসব

অনলাইন ডেস্ক ॥ সদ্যই ইনজুরি থেকে মাঠে ফিরেছিলেন নেইমার। আর মাঠে ফিরেই তাই জ্বলে উঠলেন দারুণভাবে। ফরাসি লিগের খেলায় দিজনের বিপক্ষে একাই করলেন চার গোল। তাঁর দল প্যারিস সেইন্ট জার্মেইনও ম্যাচটি জিতেছে ৮-০ গোলের বিশাল ব্যবধানে। নিজেদের মাঠে পিএসজির গোল উৎসবের শুরুটা করেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়া। ৪ ও ১৫ মিনিটের মাথায় তিনি করেন ম্যাচের প্রথম দুই গোল। এরপর স্কোরশিটে নাম তোলের এডিনসন কাভানি। ২১ মিনিটে তিনি করেন ম্যাচের তৃতীয় গোল। এই গোল করে কাভানি বনে গেছেন পিএসজির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। পেছনে ফেলেছেন জ্লাতান ইব্রাহিমোভিচকে। প্রথমার্ধ শেষ হওয়ার কয়েক মিনিট আগে গোলের খাতা খোলেন নেইমার। ৪২ মিনিটে করেন নিজের প্রথম ও দলের পক্ষে চতুর্থ গোলটি। দ্বিতীয়ার্ধে মাঠে নামার পর নেইমার হয়ে ওঠেন আরো দুর্ধর্ষ। ৫৭, ৭৩ ও ৮৩ মিনিটে করেন তিনটি গোল। শেষ গোলটি তিনি করেছেন পেনাল্টি থেকে। আর মাঝখানে ৭৭ মিনিটে একটি গোল করেছেন ক্যালিয়ান মাপ্পে। দুর্দান্ত এই জয় দিয়ে ফরাসি লিগ শিরোপা জয়ের পথে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে নেইমারের দল পিএসজি। ২১ ম্যাচ শেষে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। দ্বিতীয় স্থানে থাকা লিঁও পিছিয়ে আছে ১১ পয়েন্টের ব্যবধানে। ২১ ম্যাচ খেলে লিঁওর ঘরে জমা হয়েছে ৪৫ পয়েন্ট।
×