ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংসদে আলোচনা

খালেদার রেখে যাওয়া দুর্নীতিগ্রস্ত জঙ্গীবাদী দেশ এখন রোল মডেল

প্রকাশিত: ০৭:৫৫, ১৮ জানুয়ারি ২০১৮

খালেদার রেখে যাওয়া দুর্নীতিগ্রস্ত জঙ্গীবাদী দেশ এখন রোল মডেল

সংসদ রিপোর্টার ॥ রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা বলেছেন, খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি-জামায়াত জোট সরকার দেশকে পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল। সেই কালিমা মোচন করে মাত্র ৯ বছরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সারাবিশ্বের সামনে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে দেশের নতুন প্রজন্মের হাতে গোটা বিশ্বকে তুলে দিয়ে অসম্ভবকে সম্ভব করেছেন শেখ হাসিনা। প্রথমে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং পরে ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে বুধবার রাতে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন। আলোচনায় অংশ নেন সাবেক ডেপুটি স্পীকার অধ্যাপক আলী আশরাফ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সরকারী দলের ডাঃ মোজাম্মেল হোসেন, এ কে এম রহমতুল্লাহ, মাহমুদ উস সামাদ চৌধুরী ও ইসরাফিল আলম। আলোচনায় অংশ নিয়ে সাবেক ডেপুটি স্পীকার অধ্যাপক আলী আশরাফ বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বাংলাদেশ পাঁচ পাঁচ বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। দুর্নীতি-জঙ্গীবাদ-সন্ত্রাস-হত্যা-লুণ্ঠনই ছিল দেশ শাসনের নমুনা। সেই প্রায় ব্যর্থ দেশ আজ শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে। দেশের সব সূচকে পৃথিবীর বহু দেশ থেকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়ন দেখে বিশ্ব নেতা ও বাঘা বাঘা অর্থনীতিবিদরা বিস্ময় প্রকাশ করেন। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ, প্রাজ্ঞ ও সাহসী নেতৃত্বের কারণেই দেশের এত উন্নয়ন ও অগ্রগতি। কোন ষড়যন্ত্র-চক্রান্তই দেশের এই অগ্রযাত্রাকে দেশবাসী ব্যাহত হতে দেবে না। প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সারাদেশে ১০ লাখ ভোটারের মধ্যে তিন লাখই নতুন প্রজন্মের ভোটার। সেই নতুন প্রজন্মের হাতে গোটা বিশ্বকে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। মন্ত্রণালয় নয়, সংসদ সচিবালয়ের টাকায় বিদেশ সফরের সুপারিশ ॥ সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের মন্ত্রণালয়ের টাকায় নয়, সংসদ সচিবালয়ের খরচে বিদেশ সফরের নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বিদেশ সফর নিয়ে এক সুপারিশের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেয়া হয়। বুধবার জাতীয় সংসদে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি জানানো হয়। বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, গত বৈঠকে মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের জন্য কোন্ কোন্ দেশে সফর করা যায়, তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা যখন বিদেশ সফরে যান, তার সঙ্গে কমিটির দু’এক সদস্য ও কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছিল স্থায়ী কমিটি। কমিটি সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মোঃ শাহাব উদ্দিন, মোঃ ইসরাফিল আলম ও মাহমুদ উস সামাদ চৌধুরী অংশ নেন।
×