ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মিট দ্য প্রেসে নির্মাতারা যা বললেন

প্রকাশিত: ০৭:১১, ১৮ জানুয়ারি ২০১৮

মিট দ্য প্রেসে নির্মাতারা যা বললেন

স্টাফ রিপোর্টার ॥ ষোড়শ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রাঙ্গণ জাতীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে মঙ্গলবার আয়োজিত মিট দ্য প্রেসে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতের নির্মাতা অপরাজিতা ঘোষ, বাংলাদেশের তৌকীর আহমেদ, ইরানী নির্মাতা মাসুমী নূর মোহাম্মদী, সাঈদ নাজাতী, শেরভিন দিদান্দে ও মাসীহ মির হোসেনী। নির্মাতা তৌকীর আহমেদ বলেন, শুধুমাত্র সস্তা বিনোদনের মাধ্যমে দর্শকের মনোরঞ্জন করা চলচ্চিত্রের উদ্দেশ্য হতে পারে না। বিনোদনের পাশাপাশি মানুষদের সচেতন করে তোলাই সিনেমার মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত। এক প্রশ্নের জবাবে তৌকীর আহমেদ বলেন, আমি আমার চলচ্চিত্রের মাধ্যমে সব সময় গণমানুষের কথা বলার চেষ্টা করি, তাদের সচেতন করার জন্যই চলচ্চিত্র বানাই। এ দিন বিকেলে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে প্রদর্শিত হয় তৌকীর আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘হালদা’। নির্মাতা অপরাজিতা ঘোষ তার নির্মিত ‘ড্যান্স অব জয়’ চলচ্চিত্র এবং বাংলাদেশের মানুষের আন্তরিকতা ও চলমান উৎসবের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। তিনি বলেন, ফিল্ম ফেস্টিভালের চমৎকার অভিজ্ঞতার পাশাপাশি আমার সবচেয়ে বড় পাওয়া হলো, বাংলাদেশের মানুষের বুকভরা ভালবাসা। আমি যতবারই বাংলাদেশে এসেছি ফিরে যাওয়ার সময় আমার ব্যাগের সংখ্যাও দ্বিগুণ হয়ে যায়! উৎসবে নিজেকে অতিথি হিসেবে নয়, বরং এ আয়োজন নিজেরই মনে হয় বলে অভিব্যক্তি করেন অপরাজিতা। ইরানী নির্মাতা মাসুমী নূর মোহাম্মদী এদেশের মানুষকে হৃদয়বান আখ্যা দিয়ে বলেন, এখানকার মানুষের ভালবাসা, পরিবেশ ও উৎসব দেখে আমার মনে হচ্ছে আমি তেহেরানেই যেন আছি। ভবিষ্যতে বাংলাদেশের মানুষের জীবনব্যবস্থা নিয়ে চলচ্চিত্র নির্মাণের ইচ্ছা প্রকাশ করেন মাসুমী।
×