ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘প্যাডম্যান’ নিয়ে হাজির অক্ষয় কুমার

প্রকাশিত: ০৬:৫৬, ১৮ জানুয়ারি ২০১৮

‘প্যাডম্যান’ নিয়ে হাজির অক্ষয় কুমার

বলিউডে অনেক পালাবদল ঘটেছে গত কয়েক দশকে। এখন হিন্দী সিনেমা এ্যাকশন রোমান্টিক কিংরা গতানুগতিক ফ্যামিলি সেন্টিমেন্ট ঘরানায় সীমাবদ্ধ নেই। বলিউডি সিনেমার কনটেন্ট মানে বিষয়বস্তুতে অনেক পরিবর্তন এসেছে। এখন বাণিজ্যিক ধারার হিন্দী সিনেমাতেও জটিল এবং গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যু তুলে ধরা হচ্ছে। অতীতে আর্ট ফিল্মে এ ধরনের নানা বিষয় তুলে ধরা হতো। শ্যাম বেনেগাল, গোবিন্দ নিহালনি, মৃণাল সেন, মুজাফফর আলি, অপর্ণা সেন, মহেশ ভাটরা তাদের ভিন্ন ধারার সিনেমাগুলোতে বিভিন্ন ধরনের সামাজিক ইস্যুর কথা তুলে ধরতেন যেখানে শৈল্পিক সৃজনশীলতার প্রকাশটাই থাকত মুখ্য, নামী-দামী জনপ্রিয় তারকা অভিনেতা-অভিনেত্রীদের তেমন দেখা যেত না সে সব সিনেমায়। এখন সময় বদলে গেছে। অনেক গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যাকে তুলে ধরা হচ্ছে বলিউডের বাণিজ্যিক ধারার সিনেমাতে। যেখানে নামী-দামী জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা অবলীলায় অভিনয় করছেন। সামাজিক বক্তব্য প্রধান সিনেমা দর্শক গ্রহণ করতে চায় না, পুরনো এ ধারণা এখন অচল হয়ে গেছে। যার বড় প্রমাণ গত বছর মুক্তিপ্রাপ্ত কয়েকটি সামাজিক বক্তব্যপ্রধান হিন্দী সিনেমার বিরাট বক্স অফিস সাফল্য। এ রকম দুটি সাড়া জাগানো ব্যবসা সফল হিন্দী সিনেমার কথা এখানে উল্লেখ করা যায়। ছবি দুটি হলো ‘জলি এল এল বি টু’ এবং ‘টয়লেট : এক প্রেম কথা।’ এর বাইরে হিন্দী মিডিয়াম’, ‘শুভ মঙ্গল সাবধান’ প্রভৃতি ছবির কথা বলা যায়। যেখানে প্রাত্যহিক জীবনযাপনের অনেক গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরা হয়েছে এবং তা সমাধানের ইঙ্গিতও দেয়া হয়েছে। বলিউড সুপার স্টার অক্ষয় কুমার ‘টয়লেট : এক প্রেম কথা’ ছবিতে দুর্দান্ত অভিনয় করে বিপুল প্রশংসা অর্জন করেছেন। একটি জনগুরুত্বপূর্ণ সামাজিক ইস্যুর প্রচারে শক্তিশালী ভূমিকা রেখেছে ছবিটি। তেমন একটি সিনেমায় অভিনয়ের মাধ্যমে অক্ষয় কুমার তার দায়িত্ববোধের প্রমাণ দিয়েছেন। ওই ছবির নির্মাণে অক্ষয় কুমার ব্যক্তিগতভাবে অনেক সাহায্য-সহযোগিতা করেছেন। অক্ষয় কুমার অভিনীত নতুন এই ছবিটি হলো ‘প্যাডম্যান’। টুইংকেল খান্না প্রযোজিত এবং আর বাল্কি পরিচালিত ‘প্যাডম্যান’ ছবিতে নারীদের পিরিয়ড সংক্রান্ত নানা কুসংস্কার ও অন্ধ বিশ্বাসের কথা বলা হয়েছে। ভারতের প্যাডম্যান হিসেবে আন্তর্জাতিক খ্যাতি ও পরিচিতি লাভকারী অরুণাচালাম মুরুগানাস্থামের বাস্তব জীবন কাহিনী নিয়ে ছবিটি নির্মিত হয়েছে। ইতোমধ্যে প্যাডম্যান ‘ছবিটিকে কেন্দ্র করে ব্যাপক আগ্রহ এবং চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জনমনে। যে বিষয়টি নিয়ে সাধারণভাবে আলোচনা করতে খোলামেলা কথা বলতে প্রায় সবাই বিব্রত বোধ করে অস্বস্তিতে ভোগে সেই বিষয়টি সেলুলয়েডে চমৎকারভাবে তুলে ধরার দুঃসাহস দেখিয়েছেন ‘প্যাডমান’ ছবির নির্মাতাগোষ্ঠী। এ ছবির কয়েকটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার, রাধিকা আপ্তে ও সোনম কাপুর। ‘প্যাডম্যান’ ছবির মাধ্যমে খুব সুন্দর একটি বার্তা দেয়া হয়েছে। একজন মানুষের ভালবাসার কথা তুলে ধরা হয়েছে। এখানে বিষয়টি ঘিরে কোন নোংরামি দেখানো হয়নি। ‘প্যাডম্যান’ ছবির মাধ্যমে একটি গঠনমূলক বার্তা পৌঁছে দেয়ার চেষ্টা করা হয়েছে। এ ছবিতে রাধিকা আপ্তে প্রথমবারের মতো অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেছেন। ওদিকে সোনম কাপুরকেও প্রথমবারের মতো অক্ষয়ের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে।
×