ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তৃতীয় পর্বে নাদাল

প্রকাশিত: ০৬:৫১, ১৮ জানুয়ারি ২০১৮

তৃতীয় পর্বে নাদাল

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয়পর্বে জায়গা করে নিয়েছেন রাফায়েল নাদাল। বুধবার টুর্নামেন্টের তৃতীয়দিনে স্প্যানিশ টেনিস তারকা ৬-৩, ৬-৪ এবং ৭-৬ (৭/৪) গেমে পরাজিত করেন আর্জেন্টিনার লিওনার্দো মায়েরকে। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা ছাড়াও এদিন মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জয় পেয়েছেন ইতালির আন্দ্রেস সেপ্পি, ফ্রান্সের জো উইলফ্রেইড সোঙ্গা এবং ক্রোয়েশিয়ার মারিন সিলিচ। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় রাফায়েল নাদাল। দ্বিতীয়পর্বের ম্যাচে তার প্রতিপক্ষ ছিলেন আর্জেন্টিনার লিওনার্দো মায়ের, র‌্যাঙ্কিংয়ের ৫১ নম্বরের খেলোয়াড়। তাই স্বাভাবিকভাবেই ফেবারিট ছিলেন নাদাল। কিন্তু শীর্ষ তারকার বিপক্ষে বেশ ভালভাবেই লড়াই করে যান আর্জেন্টাইন। ম্যাচটা হারলেও খেলেছেন ২ ঘণ্টা ৩৮ মিনিট। জয়ের পর প্রতিপক্ষেরও ভূয়সী প্রশংসা করেছেন নাদাল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ম্যাচটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা, প্রতিপক্ষ হিসেবে সে খুবই কঠিন। লিওনার্দো দারুণ একজন সম্ভাবনাময়ী খেলোয়াড়। সে বলে খুব জোরে আঘাত করতে পেরে। আপনি যদি তার শেষ কয়েকটি ম্যাচ দেখেন তাহলেই বুঝতে পারবেন খেলোয়াড় হিসেবে সে কতটা ভয়ঙ্কর। টেনিস থেকে কিছুটা সময়ের জন্যও দূরে সরে গিয়েছিলাম। তাই এখানে টানা দ্বিতীয় জয় পেয়ে আমি খুবই আনন্দিত।’
×