ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মোনাকোর রক্ষক ফ্যালকাও

প্রকাশিত: ০৬:৪৭, ১৮ জানুয়ারি ২০১৮

মোনাকোর রক্ষক ফ্যালকাও

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রেঞ্চ লীগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়ন মোনাকো। গত মৌসুমে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) রাজত্বে আঘাত হেনে প্রায় ১৭ বছর পর প্রথমবারের মতো শিরোপা জয়ের উচ্ছ্বাসে ভাসে তারা। তবে চলতি মৌসুমেই যেন পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয় মোনাকো। মঙ্গলবার গুরুত্বপূর্ণ ম্যাচে নিসের সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট ব্যবধানের তৃতীয় স্থানে নেমে পড়ে মোনাকো। তবে এই ম্যাচে হারতে বসেছিল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। আর এই ম্যাচের অতিরিক্ত সময়ে রাদামেল ফ্যালকাওয়ের করা গোলের সৌজন্যেই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে মোনাকো। নিজেদের মাঠে এদিন নিসকে স্বাগত জানায় মোনাকো। প্রথমে এদিন স্বাগতিকরাই এগিয়ে যায়। ম্যাচের ৩৩ মিনিটে এডামা দিয়াখাবির বিতর্কিত গোলে। এর ফলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধেই ম্যাচে ফিরে নিস। বিশেষ করে সফরকারীদের হয়ে এদিন আলো ছড়াতে শুরু করেন মারিও বালোতেল্লি। ৪৭ মিনিটে দারুণ এক গোলে সফরকারীদের সমতায় ফেরানোর পর ৬৮ মিনিটে নিজের এবং দলের দ্বিতীয় গোল করেন সাবেক ম্যানচেস্টার সিটির এই ইতালিয়ান স্ট্রাইকার। এর ফলে নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থাকে সফরকারীরা। সমর্থকরাও তখন জয় নিয়ে বাড়ি ফেরার স্বপ্নে বিভোর হয়ে ওঠে। কিন্তু ম্যাচের নাটকীয়তা অবশ্য তখনও শেষ হয়নি। অতিরিক্ত সময়ের ৯০+২ মিনিটে দুর্দান্ত এক গোল করে মোনাকোকে সমতায় ফেরান দলের কলম্বিয়ান স্ট্রাইকার ফ্যালকাও। চলতি মৌসুমে কলম্বিয়ান স্ট্রাইকারের এটা ১৬তম লীগ গোল। তবে ফ্রেঞ্চ লীগ ওয়ানে ১৯ গোল করে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষস্থানটাকে দখল করে রেখেছেন পিএসজির উরুগ্ইুয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি। দ্বিতীয় স্থানে রয়েছেন নিজের হয়ে জোড়া গোল করা মারিও বালোতেল্লি। লীগ ওয়ানে কাভানির দল পিএসজিও পয়েন্ট টেবিলের শীর্ষে। ২১ ম্যাচ থেকে ৪৩ পয়েন্ট নিয়ে মোনাকো যেখানে তিনে, তাদের চেয়ে এক ম্যাচ কম খেলেও ৫৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে উনাই এমেরির দল।
×