ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ডেনিশ তারকার অবিশ্বাস্য প্রত্যাবর্তন, তৃতীয় পর্বে ওস্টাপেঙ্কো-সিতলিনা, বেনচিচের বিদায়

কষ্টের জয় ওজনিয়াকির

প্রকাশিত: ০৬:৪৭, ১৮ জানুয়ারি ২০১৮

কষ্টের জয় ওজনিয়াকির

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ান ওপেনে জয়ের ধারাবাহিকতা ধরে রাখলেন ক্যারোলিন ওজনিয়াকি। তবে মহাকাব্যিক এক ম্যাচ উপহার দিয়ে। বুধবার শেষ সেটে ১-৫ ব্যবধানে পিছিয়ে যাওয়ার পর অবিশ্বাস্যভাবে ম্যাচে ফিরলেন তিনি। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা শেষ পর্যন্ত ৩-৬, ৬-২ এবং ৭-৫ গেমে পরাজিত করলেন ক্রোয়েশিয়ার অখ্যাত খেলোয়াড় জানা ফেটকে। ডেনমার্কের এই টেনিস তারকা ছাড়াও এদিন জয়ের স্বাদ পেয়েছেন এলিনা সিতলিনা এবং ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন জেলেনা ওস্টাপেঙ্কো। তবে বিদায় নিয়েছেন গত মৌসুমের ফাইনালিস্ট ভেনাস উইলিয়ামস ঘাতক বেলিন্ডা বেনচিচ এবং রিও অলিম্পিকের চ্যাম্পিয়ন মনিকা পুইগ। অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয়দিনে হট ফেবারিট হিসেবেই কোর্টে নেমেছিলেন ক্যারোলিন ওজনিয়াকি। প্রতিপক্ষ ছিল ক্রোয়েশিয়ার জানা ফেট। অখ্যাত হলেও প্রথম সেটে ড্যানিশ তারকাকে হারিয়েই চমকে দেন অবাছাই হিসেবে খেলতে নামা জনা ফেট। দ্বিতীয় সেটেই অবশ্য ঘুরে দাঁড়ান সাবেক নাম্বার ওয়ান খেলোয়াড়। তৃতীয় সেটে আবারও র‌্যাঙ্কিংয়ের ১১৯ নাম্বারে থাকা জানা ফেটের দাপট। এক পর্যায়ে তো ৫-১ ব্যবধানে পিছিয়ে পড়েন ওজনিয়াকি। কিন্তু জাত চ্যাম্পিয়ন বলে কথা। সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে শেষ সেটটা জিতেন ৭-৫ ব্যবধানে। দুই ঘণ্টা ৩১ মিনিট লড়াই করার পর ক্যারোলিন ওজনিয়াকি হাসলেন জয়ের হাসি। এমন অবিশ্বাস্য এক ম্যাচ জয়ের পর নিজেকে সৌভাগ্যবান বলতেই বাধ্য হলেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের স্বপ্নে বিভোর ওজনিয়াকি। এ প্রসঙ্গে ম্যাচের শেষে তিনি বলেন, ‘এক পর্যায়ে ৫-১ ব্যবধানে পিছিয়ে পড়েছিলাম আমি, তারপর ৪০-১৫, বলতে পারেন টুর্নামেন্ট থেকে এক পা ছিটকেই গিয়েছিল আমার। দুর্দান্ত সার্ভ করেছে সে। বাদ পড়তে পড়তে টিকে গেলাম। সত্যি বলতে সৌভাগ্যের ছোঁয়াতেই ম্যাচটা আমার পক্ষে আসে। যখন ৫-২ এ উন্নীত হই তখন ভাবতে শুরু করলাম আমি ঠিক আছি। এখনও ম্যাচে ফেরার সম্ভাবনা রয়েছে। তারপরই চেষ্টাটা চালিয়ে যাই এবং আক্রমণাত্মক খেলি। তবে যেভাবে ম্যাচে ফিরেছি তাতে আমি সত্যিই গর্বিত। কেননা দুর্দান্ত খেলছিল সে। তার বিপক্ষে খেলাটা মোটেও সহজ ছিল না।’ দ্বিতীয়পর্বের ম্যাচে জয়ের দেখা পেয়েছেন এলিনা সিতলিনা এবং জেলেনা ওস্টাপেঙ্কোও। তাদের দুজনের জয়টাও এসেছে তিন সেটের লড়াইয়ের পর। দুর্দান্ত ফর্মে থাকা সিতলিনা এদিন ৪-৬, ৬-২ এবং ৬-১ গেমে হারান চেক প্রজাতন্ত্রের ক্যাটেরিনা সিনিয়াকোভাকে। গত মৌসুমটা দুর্দান্ত কেটেছিল বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের চার নাম্বারে থাকা এই খেলোয়াড়ের। পাঁচ পাঁচটি শিরোপা নিজের শোকেসে তুলেছিলেন তিনি। যা অন্য যে কোন খেলোয়াড়ের চেয়ে বেশি। নতুন মৌসুমের সূচনাটাও দুর্দান্ত করেন তিনি। ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে। এবার মেলবোর্নেও জিতলেন টানা দুই ম্যাচ। তবে প্রথম সেটটা হারের কারণ হিসেবে নিজের ভুলটাকেই সামনে আনলেন তিনি। এ বিষয়ে সিতলিনা বলেন, ‘সে যে অসাধারণ ভাল খেলেছে তাতে কোন সন্দেহ নেই। তবে প্রথম সেটে হেরে যাওয়াটা আমারই ভুল ছিল।’ দিনের অন্য ম্যাচে ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন জেলেনা ওস্টাপেঙ্কো মুখোমুখি হয়েছিলেন চীনা তারকা দুয়ান ইংইংয়ের। প্রতিপক্ষকে এদিন তিনি ৬-৩, ৩-৬ এবং ৬-৪ গেমে পরাজিত করে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে জায়গা করে নেন।
×