ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা ফেরত নেয়ার সংখ্যা তিন মাস পর বাড়বে

প্রকাশিত: ০৫:৫৫, ১৮ জানুয়ারি ২০১৮

রোহিঙ্গা ফেরত নেয়ার সংখ্যা তিন মাস পর বাড়বে

কূটনৈতিক রিপোর্টার ॥ প্রতিদিন ৩০০ জন করে রোহিঙ্গা ফেরত নিলেও তিনমাসের মধ্যে সংখ্যাটি আরও বাড়বে। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের খরচ মিয়ানমার সরকার বহন করবে। যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শেষে ঢাকায় ফিরে বুধবার পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এসব তথ্য জানান। রোহিঙ্গাদের প্রত্যাবাসন সংক্রান্ত ‘ফিজিক্যাল এ্যারেঞ্জমেন্ট’ চুক্তি শেষে বুধবার ঢাকায় ফিরেছে বাংলাদেশ প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতা পররাষ্ট্র সচিব এম শহীদুল হক পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। এ সময় পররাষ্ট্রসচিব বলেন, মিয়ানমারের সঙ্গে চুক্তি অনুযায়ী প্রথম দিকে প্রতিদিন ৩০০ জন করে রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার। তবে তিনমাস পরে এই সংখ্যা বাড়বে। এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব বলেন, রোহিঙ্গাদের ফেরাতে ইন্টারন্যাশনাল রেডক্রসের সাহায্য নিতে রাজি হয়েছে মিয়ানমার। তবে জাতিসংঘের সাহায্য নিতে এখনও রাজি হয়নি দেশটি। তিনি জানান, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় অর্থের প্রয়োজন হবে। তবে মিয়ানমার সরকার এই খরচ বহন করতে সম্মত হয়েছে। সূত্র জানায়, গত বছর আগস্ট থেকে প্রায় সাড়ে ৬ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। এসব রোহিঙ্গাকে মিয়ানমার ফিরিয়ে নিতে রাজি হয়েছে। তবে প্রতিদিন ৩০০ জন করে রোহিঙ্গা নিলে আগামী দুই বছরের মধ্যে তাদের ফেরানো সম্ভব হবে না। সে কারণে তিন মাস পরে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সংখ্যা বাড়ানো হবে। যৌথ ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক মঙ্গলবার মিয়ানমারের নেপিডোতে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মিয়ানমার আগামী দুই বছরের মধ্যে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে ফিজিক্যাল এ্যারেঞ্জমেন্ট চুক্তিও সই হয়েছে।
×