ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজ শেষ হতে পারে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম

প্রকাশিত: ০৫:৫৪, ১৮ জানুয়ারি ২০১৮

আজ শেষ হতে পারে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম

স্টাফ রিপোর্টার ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ১১তম দিনের মতো যুক্তিতর্ক শুনানি হয়েছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে মামলার অন্য আসামিদের পক্ষে যুক্তিতর্ক শুনানি করেন আইনজীবীগণ। আজ বৃহস্পতিবার আবার শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছে। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আজ পর্যন্ত জামিনের আবেদন মঞ্জুর করার পরও ওইদিন আদালতে উপস্থিত হবেন খালেদা জিয়া। এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, আজই শেষ হতে পারে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ। রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে এ মামলার বিচার কাজ চলছে। রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি এ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল জনকণ্ঠকে বলেন, খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক শেষ হয়েছে। এখন কাজী সলিমুল হক ও শরিফ উদ্দিনের পক্ষে যুক্তিতর্ক শুরু হয়েছে। যুক্তিতর্কে আজকে তারা কিছু বলেছেন। তাদের যুক্তিতর্ক শেষ হলেই আমরা আইনী পয়েন্টে আর্গুমেন্ট করব। আমরা বেশি সময় নেব না। আশা করছি আমাদের আর্গুমেন্ট শেষ হলেই আদালত রায় ঘোষণার জন্য দিন নির্ধারণ করবেন। তিনি আরও বলেন, আমি তো ভেবেছিলাম বুধবারই এ মামলার যুক্তিতর্ক শেষে রায়ের জন্য দিন নির্ধারণ করা হবে।
×