ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ্ব বাজারে তেলের দাম বেড়েছে

প্রকাশিত: ০৪:৪৪, ১৮ জানুয়ারি ২০১৮

বিশ্ব বাজারে তেলের দাম বেড়েছে

উৎপাদন কমানোয় বিশ্ব বাজারে অশোধিত ব্রেন্ট তেলের দাম বেড়েছে। গত সোমবার ব্যারেল প্রতি বিক্রি হয়েছে ৭০ ডলারে। যা গত মঙ্গলবারও অব্যাহত ছিল। আর এতে সুফল পাচ্ছে রফতানিকারক দেশগুলো। বার্তা সংস্থা রয়টার্স জানায়, তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক এবং রাশিয়ার উৎপাদন কমানোর পর থেকেই দাম ক্রমান্বয়ে বাড়তে থাকে। যদিও যুক্তরাষ্ট্র ও কানাডায় তেল উত্তোলন কার্যক্রম বেড়েছে, যা আগামী দিনে উৎপাদন আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে। সোমবার আন্তর্জাতিক বাজারে অশোধিত ব্রেন্ট তেলের দাম ১৩ সেন্ট বেড়ে ব্যারেল প্রতি দাঁড়ায় ৭০ ডলার। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস অশোধিত তেলের দাম ২৩ সেন্ট বেড়ে ব্যারেল প্রতি ৬৪.৫৩ ডলার হয়। -অর্থনৈতিক রিপোর্টার স্যামসাংকে ছাড়িয়ে গেল এ্যাপল স্যামসাংকে ছাড়িয়ে গেছে এ্যাপল। বিক্রির দিক দিয়ে এগিয়ে আছে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি। শেষ প্রান্তিকের শুরুতে স্যামসাংয়ের তুলনায় এ্যাপলের নতুন ডিভাইস চালুর পরিমাণ বেড়েছে ১০ শতাংশ। বিক্রির দিক দিয়ে স্যামসাংকে ছাড়িয়ে গেছে এ্যাপল। জানিয়েছে নতুন ডিভাইস এ্যাক্টিভেশনের সংখ্যা পরিমাপ করার প্রতিষ্ঠান সিআইআরপি। গত বছরের শেষ প্রান্তিকে যুক্তরাষ্ট্রে আইফোন এ্যাক্টিভেশনের হার ১০ শতাংশ বৃদ্ধি পায়। শেষ প্রান্তিকের শুরুতে এ্যাক্টিভেশনের হার ২৯ শতাংশ থাকলেও পড়ে তা বেড়ে দাঁড়ায় ৩৯ শতাংশে। একই সময় স্যামসাং ফোন এ্যাক্টিভেশনের হার ছিলো ৩২ শতাংশ। স্যামসাংয়ের পরে তৃতীয় অবস্থানে আছে এলজি। তাদের ফোন এ্যাক্টিভেশনের হার ছিলো ১৩ শতাংশ। অন্যান্য ব্র্যান্ড মিলে ফোন এ্যাক্টিভেশনের হার ১৫ শতাংশ। সিআইপিতে কর্মরত এক জোস লুইস জানিয়েছেন, যদি সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে মার্কেটে এ্যাপলের অবস্থান বেশ শক্ত হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×