ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুদ্রা পাচার ঠেকাতে নজরদারি কঠোর করবে এনবিআর

প্রকাশিত: ০৪:৪৪, ১৮ জানুয়ারি ২০১৮

মুদ্রা পাচার ঠেকাতে নজরদারি কঠোর করবে এনবিআর

অর্থনৈতিক রিপোর্টার ॥ মুদ্রা পাচার করে বিদেশে বিনিয়োগ ঠেকাতে কঠোর নজরদারির পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নবনিযুক্ত চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশনের সঙ্গে সমন্বয় করে মুদ্রা পাচারকারীদের খুঁজে বের করা হবে। আর শুল্ক ছাড়ের পরও চালের দাম সহনীয় না হওয়ার পেছনে কিছু অসাধু ব্যবসায়ীর অতিমুনাফার মনোভাব দায়ী বলেও মন্তব্য করেন তিনি। কানাডা, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ বিভিন্ন উন্নত দেশ মুদ্রা পাচারের স্বর্গ হিসেবে পরিচিত। ওই সব দেশে সেকেন্ড হোমের নামে বিপুল অংকের টাকা পাচার করছেন অনেক বাংলাদেশী। গ্লোবাল ইন্টেগ্রিটি প্রতিবেদন বলছে, ২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে ছয় হাজার কোটি ডলারেরও বেশি অর্থ পাচার হয়েছে। যা দেশের জিডিপির প্রায় ২৫ শতাংশ। মুদ্রা পাচার ঠেকাতে জাতীয় রাজস্ব বোর্ড নানা পদক্ষেপ নিলেও তা খুবই নগন্য। তবে নবনিযুক্ত এনবিআর চেয়ারম্যান জানান, শুল্ক ফাঁকি ও মুদ্রা পাচার ঠেকাতে শুল্ক গোয়েন্দা বিভাগ ব্যাপক কাজ করছে। তাদের কার্যক্রম বাড়ানোসহ অন্যান্য সংস্থার নজরদারি আরও জোরদার করা হবে। একই সঙ্গে অর্থনীতির মূল ধারায় কালো টাকা নিয়ে আসতে বেশকিছু পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি। কর ফাঁকি দেয়া বাড়ি, গাড়ির মালিকদের ধরতে নজরদারি বাড়ানোর কথা জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব আয় বাড়াতে সম্ভব সব কিছুই করবেন। নতুন ভ্যাট আইনের বাস্তবায়ন পিছিয়ে গেলেও রাজস্ব আয়ের লক্ষ্য পূরণে খুবই আশাবাদী তিনি। জানান, কয়েকটি খাতে রাজস্ব আয় বাড়বে। তাতে লক্ষ্য পূরণ হয়ে যাবে। নবনিযুক্ত এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব আয় অনেক চ্যালেঞ্জের। অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণও। তাই কর্মকর্তাদের কাজের মূল্যায়ন ও তাদের প্রণোদনার বিষয়টিও বিশেষ বিবেচনায় নেয়া হবে।
×