ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁওয়ে শিশু শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত: ০৩:৩৩, ১৭ জানুয়ারি ২০১৮

ঠাকুরগাঁওয়ে শিশু শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ সমাজসেবায় বিশেষ অবদানের জন্য একুশে পদকপ্রাপ্ত ঢাকা’র বাসিন্দা শতবর্ষী আলহাজ্জ আবুল হাসেম’র পক্ষ থেকে বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলার নিভৃত পল্লী মিলনপুর গ্রামে নূরন নাহার হাসেম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিদ্যালয়ের আশপাশে বসবাসকারী হতদরিদ্র পরিবারের তিন শতাধিক বয়বৃদ্ধদের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে বিদ্যালয় চত্বরে এসব কম্বল পেয়ে অনেকে খুশিতে আবেগাপ্লুত হয়ে পড়ে। এসময় সেখানে উপস্থিত ছিলেন, পদকপ্রাপ্ত আলহাজ্জ আবুল হাসেম’র বড় ছেলে আলহাজ্জ আব্দুল মঈন শামীম, জামাতা আলহাজ্জ মহিউদ্দিন আল হোসাইন, প্রাক্তন জেলা ক্রীড়া অফিসার আবু মহিউদ্দন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সাব-ইঞ্জিনিয়ার আবু নাসের মোঃ ওবায়দুল্লাহ, স্থানীয় ইউপি সদস্য বেলাল হোসেন, চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইয়াছিন আলী এবং ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন ককির ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
×