ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে আগ্নেয়াস্ত্রসহ বিএনপি নেতা গ্রেফতার

প্রকাশিত: ০৩:২৯, ১৭ জানুয়ারি ২০১৮

বরিশালে আগ্নেয়াস্ত্রসহ বিএনপি নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি এলাকায় আওয়ামীলীগ নেতা সৈয়দ সুলতান হোসেন মীরকে গুলি করার ঘটনায় বিএনপি নেতা সালাম সিকদারকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক করার পর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রিমান্ডে জিজ্ঞাসাবাদে বুধবার সকালে সালাম সিদারের স্বীকারোক্তি অনুযায়ী তার বসত ঘরের খাটের নীচ থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম তার কার্যালয়ে সাংবাদিকদের বিষয়টি অবহিত করে বলেন, গত ১১ ডিসেম্বর সন্ধ্যার পর বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি বাজারে পূর্ব শত্রুতার জের ধরে সালাম সিকদারের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা চালায়। এসময় গুলি চালিয়ে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সৈয়দ সুলতান হোসেন মীরকে গুলি করে আহত করা হয়। পরে সে ঘটনায় আহত সৈয়দ সুলতান হোসেন মীরের স্ত্রী নাসরিন আক্তার বাদি হয়ে সালাম সিকদারসহ ১১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। গত ৯ জানুয়ারি মামলার প্রধান আসামি সালাম সিকদারকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সুলতান হোসেন মীরকে হত্যার উদ্দেশ্যে সালাম সিকদার গুলি করেছিল বলে স্বীকার করেন।
×