ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টেকনাফে জব্দকৃত ইয়াবার পরিমাণ নিয়ে ধুম্রজাল

প্রকাশিত: ০৩:২৭, ১৭ জানুয়ারি ২০১৮

টেকনাফে জব্দকৃত ইয়াবার পরিমাণ নিয়ে ধুম্রজাল

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে কোস্টগার্ড সদস্যদের অভিযানে মঙ্গলবার রাতে উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ইয়াবার ঐ বড় চালানটি উদ্ধার করতে কোস্টগার্ড ৩০রাউন্ড ফাঁকা গুলিও ছুড়েছে। প্রায় ৫লাখ ইয়াবা উদ্ধার করে মাত্র ১লাখ ৪০হাজার দেখানো এবং ইয়াবা গডফাদারকে ধরে মোটা অঙ্কের টাকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১১টায় সাবরাং কাটাবনিয়া এলাকায় সাগরে অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন কোস্টগার্ডের গণসংযোগ কর্মকর্তা লে. কমান্ডার এম আলাউদ্দিন নয়ন। তবে একই সময়ে ইয়াবার চালান খালাসের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর একটি টীম কাটাবনিয়া এলাকায় গেলে কোস্টগার্ডের অভিযানটি প্রত্যক্ষ করেন। উক্ত টীমের এক কর্মকর্তা জানান, তাদের চোখের সামনে ৫বস্তা ইয়াবা জব্দ করে ট্রলার থেকে তাদের গাড়িতে তুলতে দেখেছেন। যাতে অন্তত ৫ লাখের বেশী ইয়াবা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। একাধিক সূত্র মতে মংডু-টেকনাফ ভিত্তিক সিন্ডিকেট ৫লাখ পিস ইয়াবার চালান খালাসের জন্য এনেছিল বলে জনশ্র“তি রয়েছে। কোস্টগার্ডের গণসংযোগ কর্মকর্তা লে. কমান্ডার এম আলাউদ্দিন নয়ন জানান, বঙ্গোপসাগর দিয়ে ইয়াবা পাচারের গোপন সংবাদে কোস্টগার্ড পূর্ব জোনের অধীনে টেকনাফ কন্টিনজেন্টের একটি সেকশান মঙ্গলবার দিবাগত গভীর রাতে সাবরাংয়ের কাটাবুনিয়ার অদুরে বঙ্গোপসাগরে অবস্থান নেয়। এসময় পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকায় করে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। পরে কোস্টগার্ড নৌকাটি আটক করলে পাচারকারীর লাফ দিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি। নৌকায় তল্লাশী করে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর কিছুক্ষন পর আরও ৪ টি বোট ঘটনাস্থল হতে একটু অদূরে দেখতে পেয়ে কোস্টগার্ড টহলদলের দিকে বোটগুলো অগ্রসর হলে গতি প্রতিহত ও ভীতি প্রদর্শনের জন্য প্রথমে ১২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। কিন্তু তারা ভয় না পেয়ে কোস্টগার্ড বোটের দিকে দ্রুত আসতে থাকলে জান ও মালের নিরাপত্তার জন্য ৩০ রাউন্ড গুলি ফায়ার করে এবং পাচারকারী বোটের দিকে ধাওয়া করলে দ্রুত গতি পরিবর্তন করে বাহারছড়ার বীচ পয়েন্ট দিয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত ইয়াবা ও একটি নৌকা টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে টেকনাফস্থ কোস্টগার্ড কমান্ডারের মুঠোফোনে কল করেও বক্তব্য পাওয়া যায়নি।
×