ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০০:৪৬, ১৭ জানুয়ারি ২০১৮

পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৩৪ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। মূলত তারল্য সংকটের কারণেই বাজারে এই দরপতন ঘটছে। আগামীতে ঘোষণা করতে যাওয়া মুদ্রানীতিকে ঋণ আমানত রেশিও কমিয়ে আনা হবে এমন আশঙ্কাতেই বাজারে অব্যাহত দরপতন চলছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে মোট ৩৯১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ২ কোটি ৮৫ লাখ টাকা বেশি। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৮৮ কোটি ৭০ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ২১৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিনিয়োগকারীদের মুনাফা তোলার চাপ বাড়তে থাকে। ফলে দিনশেষে আরও মঙ্গলবারের উর্ধগতি বজায় থাকেনি। দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩০ পয়েন্ট কমে ৬ হাজার ৯৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৯২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৩৬ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : স্কয়ার ফার্মা, ড্রাগন সোয়েটার, গ্রামীন ফোন, ইফাদ অটো, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল টিউব, সিটি ব্যাংক, বিডি থাই, ইউনাইটেড পাওয়ার ও লঙ্কাবাংলা ফাইনান্স। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : শেফার্ড ইন্ডাস্ট্রিজ, সাউথ ইস্ট মিউচুয়াল ফান্ড, সিভিও পেট্রোকেমিক্যাল, আইসিবি সোনালী মিউচুয়াল ফান্ড, ফনিক্স ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, শাহজালাল ইসলামী ব্যাংক, সিডিএম মিউচুয়াল ফান্ড ও ইস্টার্ন লুব্রিক্যান্ট। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : আলিফ ইন্ডাস্ট্রিজ, ইসলামিক ইন্স্যুরেন্স, জুট স্পিনার্স, ন্যাশনাল টিউব, নাহি এ্যালুমিনিয়াম, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ন্যাশনাল ব্যাংক, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, সায়হাম টেক্সটাইল ও আজিজ পাইপ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৭ কোটি ২৩ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৮৫৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : স্কয়ার ফার্মা, সাউথ ইস্ট ব্যাংক, ড্রাগন সোয়েটার, উত্তরা ব্যাংক, গ্রামীন ফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, মার্কেন্টাইল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক ও পূবালী ব্যাংক। ব্যবসা বাণিজ্য/ অপূর্ব কুমার পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৩৪ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। মূলত তারল্য সংকটের কারণেই বাজারে এই দরপতন ঘটছে। আগামীতে ঘোষণা করতে যাওয়া মুদ্রানীতিকে ঋণ আমানত রেশিও কমিয়ে আনা হবে এমন আশঙ্কাতেই বাজারে অব্যাহত দরপতন চলছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে মোট ৩৯১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ২ কোটি ৮৫ লাখ টাকা বেশি। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৮৮ কোটি ৭০ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ২১৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিনিয়োগকারীদের মুনাফা তোলার চাপ বাড়তে থাকে। ফলে দিনশেষে আরও মঙ্গলবারের উর্ধগতি বজায় থাকেনি। দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩০ পয়েন্ট কমে ৬ হাজার ৯৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৯২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৩৬ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : স্কয়ার ফার্মা, ড্রাগন সোয়েটার, গ্রামীন ফোন, ইফাদ অটো, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল টিউব, সিটি ব্যাংক, বিডি থাই, ইউনাইটেড পাওয়ার ও লঙ্কাবাংলা ফাইনান্স। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : শেফার্ড ইন্ডাস্ট্রিজ, সাউথ ইস্ট মিউচুয়াল ফান্ড, সিভিও পেট্রোকেমিক্যাল, আইসিবি সোনালী মিউচুয়াল ফান্ড, ফনিক্স ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, শাহজালাল ইসলামী ব্যাংক, সিডিএম মিউচুয়াল ফান্ড ও ইস্টার্ন লুব্রিক্যান্ট। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : আলিফ ইন্ডাস্ট্রিজ, ইসলামিক ইন্স্যুরেন্স, জুট স্পিনার্স, ন্যাশনাল টিউব, নাহি এ্যালুমিনিয়াম, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ন্যাশনাল ব্যাংক, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, সায়হাম টেক্সটাইল ও আজিজ পাইপ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৭ কোটি ২৩ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৮৫৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : স্কয়ার ফার্মা, সাউথ ইস্ট ব্যাংক, ড্রাগন সোয়েটার, উত্তরা ব্যাংক, গ্রামীন ফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, মার্কেন্টাইল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক ও পূবালী ব্যাংক।
×