ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে পাওয়ার প্ল্যান্টের কর্মকর্তা ও ভূমি দাতাদের মত বিনিময়

প্রকাশিত: ০০:১৬, ১৭ জানুয়ারি ২০১৮

বাঁশখালীতে পাওয়ার প্ল্যান্টের কর্মকর্তা ও ভূমি দাতাদের মত বিনিময়

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালীতে দেশের আলোচিত ১৩২০ মেগাওয়াট (কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র) এসএস পাওয়ার প্ল্যান্টের কর্মকর্তা ও ভূমি দাতাদের নিয়ে মত বিনিময় সভা আজ বুধবার দুপুরে উপজেলা সদরস্থ গ্রীণপার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। গন্ডামারা এস এস পাওয়ার প্ল্যান্টের স্থানীয় সমন্বয়কারী এডভোকেট হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আলমগীর হোসাইন, এস এস পাওয়ার প্ল্যান্ট (ভারত) সিভিল ইঞ্জিনিয়ার প্রদীপ কুমার মহাপাত্র, হিসাব রক্ষণ কর্মকর্তা রমিজ আহমদ, প্রকৌশলী প্রীতম পাল প্রমুখ। এ সময় ভূমিদাতাদের পক্ষে বিভিন্ন প্রস্তাব তুলে ধরে পাওয়ার প্ল্যান্টের ভূমি দাতা ও ইউপি সদস্য মোঃ আলী হায়দার চৌধুরী আসিফ বলেন, প্রকল্প এলাকার বাইরেও বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজায়ন করতে হবে। ড্রেজিং করার ফলে আলকদিয়া বেড়িবাঁধের দক্ষিণ পার্শ্বে খাটখালীর মোহনায় বেড়িবাঁধ ও পুরো প্রকল্প ক্ষতিগ্রস্থ হওয়ায় বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করতে হবে। তাছাড়া পাওয়ার প্ল্যান্টের মালামাল আনায়নের ক্ষেত্রে অভ্যন্তরীন সড়ক গুলো ভেঙে যাওয়ায় তা মেরামতের ব্যবস্থা করার জন্যও আহবান জানান তিনি।
×