ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

দিনাজপুরে নাশকতার মামলায় ৪ জেএমবি সদস্যের জামিন আবেদন নামঞ্জুর

প্রকাশিত: ০০:১৬, ১৭ জানুয়ারি ২০১৮

দিনাজপুরে নাশকতার মামলায় ৪ জেএমবি সদস্যের জামিন আবেদন নামঞ্জুর

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ শীর্ষ জঙ্গী মুফতি হান্নানসহ ৩ জঙ্গীর রায় কার্যকরে দিনাজপুরে নাশকতা সৃষ্টির ঘটনায় আটক ৪ জঙ্গীর জামিনের আবেদন নামঞ্জুর করে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন। আদালত সূত্রে প্রকাশ, বুধবার দুপুরে দিনাজপুর জেলা ও দায়রা জজ হোসেন শহীদ আহমেদ এর আদালতে সন্ত্রাস প্রতিরোধ দমন আইনের মামলার দিন ধার্য ছিল। মামলায় আটক ৪ জেএমবি সদস্য দিনাজপুর চিরিরবন্দর উপজেলার নশরতপুর গ্রামের আজিজার রহমানের পুত্র জাকির হোসেন (২৫), একই গ্রামের নাসির উদ্দীনের পুত্র দেলোয়ার হোসেন (৩০), রানীপুর গ্রামের মোজাম্মেল হকের পুত্র শফিউল ইসলাম (৩২) ও দেলোয়ার হোসেন ওরফে সেলিম (২৮)কে কড়া পুলিশ প্রহরায় দুপুরে আদালতে হাজির করা হয়। মামলার অপর ২ আসামী জেএমবি সদস্য মানিক মিয়া (২৭) ও খাদেমুল ইসলাম (২৫) হাইকোর্ট থেকে জামিনে মুক্ত থাকায় তাদের নিয়োজিত আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়। ১ জন জেএমবি সদস্য জমসেদ আলী (৩০) ঘটনার পর থেকে পলাতক রয়েছে। পলাতক জেএমবি সদস্যের বিরুদ্ধে আগে থেকেই গ্রেফতারী পরোয়ানা আদেশ বলবৎ রয়েছে। আটক ৪ জেএমবি সদস্যের পক্ষে তাদের নিয়োজিত আইনজীবী এ্যাডঃ আসাদুজ্জামান ও রিয়াজুল ইসলাম জামিনের আবেদন করেন। বিচারক ওই ৪ জেএমবি সদস্যের জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন। একই সাথে বিচারক পালিয়ে থাকা জেএমবি সদস্যের গ্রেফতারী পরোয়ানা আগামী ২১ মার্চের মধ্যে কার্যকর করে আদালতে অবহিত করার তাগিদ দেন। বিকালে ৪ জেএমবি সদস্যকে কড়া পুলিশ প্রহরায় জেল হাজতে পাঠানো হয়। উল্লেখ্য, গত বছর ২২ মার্চ রাতে চিরিরবন্দর উপজেলার ভুষিরবন্দর বালিকা বিদ্যালয়ের মাঠ থেকে আটক ৪ জেএমবি সদস্যকে ১০টি হাতবোমা, বিপুল সংখ্যক জিহাদী বই ও লিফলেটসহ দিনাজপুরের ডিবি পুলিশ তাদের আটক করে। আটক জেএমবি সদস্যের দেয়া তথ্য অনুযায়ী তাদের সহযোগী আরও ২ জনকে আটক করলেও ১ জন পালিয়ে যায়। পালিয়ে থাকা জেএমবি সদস্য জমসেদ আলীকে গ্রেফতার প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে জেএমবি সদস্যরা জানায়, তাদের নেতা মৃত্যুদন্ড প্রাপ্ত মুফতি হান্নানসহ ৩ জঙ্গীর মৃত্যুদন্ডের রায় সরকার যাতে কার্যকর করতে না পারে, সে লক্ষ্য বাস্তবায়নে নাশকতা সৃষ্টি করতেই তারা ঘটনাস্থলে সমবেত হয়েছিল। এ ঘটনায় ডিবি পুলিশ এসআই বজলুর রশিদ বাদী হয়ে গত বছর ২৩ মার্চ চিরিরবন্দর থানায় সন্ত্রাস প্রতিরোধ দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরিদুল ইসলাম ৭ জঙ্গী সদস্যের বিরুদ্ধে গত বছর ২৩ জুলাই আদালতে অভিযোগপত্র পেশ করলে বিচার কার্যক্রম শুরু হয়।
×