ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিটি কর্পোরেশনের কাজকর্ম ক্ষতিগ্রস্ত হবে না ॥ খন্দকার মোশাররফ

প্রকাশিত: ২৩:১৪, ১৭ জানুয়ারি ২০১৮

সিটি কর্পোরেশনের কাজকর্ম ক্ষতিগ্রস্ত হবে না ॥ খন্দকার মোশাররফ

স্টাফ রিপোর্টার ॥ আজ বুধবার সবিচালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়রের শূন্য পদে উপ-নির্বাচন স্থগিত হওয়ায় সিটি কর্পোরেশনের কাজকর্ম ক্ষতিগ্রস্ত হবে না । নির্বাচন স্থগিত প্রক্রিয়ার সঙ্গে সরকার যুক্ত নেই জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমি খবর পেয়েছি নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে আইনি কোনো সমস্যার কারণে হাইকোর্ট তা স্থগিত ঘোষণা করেছে। আইনি সমস্যা বিষয়টা আমাদের কাছে পরিষ্কার নয়।’ তিনি বলেন, ‘বাই দ্য বাই আমি শুনলাম ভোটার লিস্টও করা হয়নি। সীমানাও সেভাবে নির্ধারিত হয়নি, কিছু কিছু ব্যসিক কারণে রিট হওয়ায় নির্বাচন স্থগিত হয়েছে। স্থগিত হলেও আমাদের কোনো অচলাবস্থার সৃষ্টি হবে না। সিটি কর্পোরেশনের মেয়র সাহেব ইন্তেকাল করার পরও সিটি কর্পোরেশন ভালোভাবেই চলছে।প্যানেল মেয়র মহোদয় আছেন, উনি ওনার কমিশনারদের নিয়ে ভালোই চালাচ্ছেন। তবে এতবড় একটা সিটি কর্পোরেশন মেয়রের পদ তো খালি রাখাও সম্ভব নয়।‘সংগত কারণেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আমাদের মন্ত্রণালয়ের কর্তব্য হচ্ছে শূন্য ঘোষণা করা এবং ইলেকশন কমিশনকে বলা এই পদটা শূন্য হয়েছে। ভোটার লিস্ট ও সীমানা নির্ধারণ এটা নির্বাচন কমিশনের কাজ। কিংবা তারা কোনো সহায়তা চাইলে আমরা তাদের সহায়তা করতে পারি। নির্বাচন কমিশন কোনো সহায়তা চায়নি। ইলেকশন কমিশনারের বক্তব্য তো আমার দিতে পারব না।’ স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘আমরা আজকালের মধ্যেই নির্বাচন কমিশনের সঙ্গে বসব। যে কারণে নির্বাচন স্থগিত হয়েছে, সেই কারণটা দূর করতে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা জানতে পারলে নির্দিষ্টভাবে যা করার তা আমরা করে দেব।’
×