ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গরুর মাংস আমদানি বন্ধের উদ্যোগ নেওয়া হবে ॥ নারায়ণ চন্দ্র চন্দ

প্রকাশিত: ২০:১২, ১৭ জানুয়ারি ২০১৮

গরুর মাংস আমদানি বন্ধের উদ্যোগ নেওয়া হবে ॥ নারায়ণ চন্দ্র চন্দ

অনলাইন রিপোর্টার ॥ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, নীতিমালা সংশোধন করে ভারত থেকে গরুর মাংস আমদানি বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, আমরা গরুর মাংস আমদানির বিপক্ষে। মাংস আমদানি বন্ধের সুপারিশ বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা জানিয়েছে। আজ বুধবার দুপুরে সবিচালয়ে মৎস ও প্রণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ সব কথা জানান। ২০ থেকে ২৫ জানুয়ারি সারা দেশে দ্বিতীয়বারের মতো প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০১৮ উদযাপন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মন্ত্রী বলেন, বাংলাদেশে প্রতি বছর ৬৯ লাখ মেট্রিক টন মাংসের চাহিদা রয়েছে। আমাদের উৎপাদন ৭১ লাখ মেট্রিক টন। তাই ভারত থেকে মাংস আমদানির প্রয়োজন নেই। যদি নিয়ে আসা হয় তাহলে আমাদের গরু ব্যবসায়ীদের অবস্থা খারাপ হবে।
×