ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাহজালাল বিমান বন্দরে ভায়াগ্রা স্প্রে জব্দ

প্রকাশিত: ১৯:১১, ১৭ জানুয়ারি ২০১৮

শাহজালাল বিমান বন্দরে ভায়াগ্রা স্প্রে জব্দ

অনলাইন রির্পোটার ॥ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমদানি নিষিদ্ধ ভায়াগ্রা স্প্রে ও বিদেশি সিগারেট জব্দ করেছে বাংলাদেশ শুল্ক গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার গভীর রাতে কুয়েত থেকে আসা কেডব্লিউ-২৮৩ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে এসব জিনিস উদ্ধার করা হয়েছে। শুল্ক গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে জানানো হয়, আটক যাত্রীর নাম সাইফুল ইসলাম। তিনি কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাইফুলকে আটকের পর তাঁর সঙ্গে থাকা দুটি লাগেজে তল্লাশি চালিয়ে ১০০ প্যাক ভায়াগ্রা স্প্রে ভিগা ও ৩৪ হাজার শলাকা সিগারেট জব্দ করা হয়। এসবের আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। জব্দ করা সিগারেট ৩০৩ ব্র্যান্ডের। আমদানি নীতি আদেশ অনুযায়ী, সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ‘ধূমপানবিরোধী সতর্কীকরণ’ লেখা ব্যতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না এবং ভায়াগ্রা আমদানি নিষিদ্ধ। সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০ ভাগ) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
×