ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লিবিয়ায় হামলা

প্রকাশিত: ০৬:৫৪, ১৭ জানুয়ারি ২০১৮

লিবিয়ায় হামলা

‘হামলায় বিমানযাত্রীদের জীবন ঝুঁকির মুখে পড়ে, বিমান চলাচলের নিরাপত্তা বিঘিœত হয় এবং আশপাশের বাসিন্দাদের মধ্যে ত্রাস ছড়িয়ে পড়ে,’ বলে এক বিবৃতিতে জানিয়েছে জিএনএ। নিকটবর্তী একটি কারাগার ভেঙ্গে জঙ্গীদের মুক্ত করার চেষ্টায় হামলা চালানো হয়েছে বলে অভিযোগ লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের; হামলাটি ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে তারা। রয়টার্স জানিয়েছে, ওই হামলার ফলে ত্রিপোলিতে কয়েক মাসের মধ্যে সবচেয়ে তীব্র লড়াই শুরু হয়, এতে শহরটির পরিস্থিতি স্থিতিশীল করার যে দাবি করেছিল দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতীয় ঐক্যমতের সরকার (জিএনএ) তা ম্লান হয়ে যায়। এই সহিংসতার কারণে বিদেশী কূটনৈতিক মিশনগুলোকে ত্রিপোলিতে ফিরিয়ে আনার জিএনএর উদ্যোগও ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছে রয়টার্স। সোমবার ভোর থেকেই শহরটির কেন্দ্রস্থলের দিক থেকে স্বয়ংক্রিয় অস্ত্রের গুলি ও গোলার শব্দ পাওয়া যাচ্ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
×