ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

অস্ট্রেলিয়ান ওপেন, প্রত্যাশিত জয়ে দ্বিতীয় রাউন্ডে ফেদেরার-জোকোভিচ

শুভসূচনা শারাপোভা, বাউচার্ড, হ্যালেপের

প্রকাশিত: ০৬:৩৫, ১৭ জানুয়ারি ২০১৮

শুভসূচনা শারাপোভা, বাউচার্ড, হ্যালেপের

স্পোর্টস রিপোর্টার ॥ বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে শুভসূচনা করেছেন মারিয়া শারাপোভা। মঙ্গলবার অস্ট্রেলিয়ার মেলবোর্ন পার্কে প্রমীলা এককের প্রথম রাউন্ডের ম্যাচে রাশিয়ান তারকা সরাসরি ৬-১, ৬-৪ গেমে পরাজিত করেন জার্মানির টাটজানা মারিয়াকে। এছাড়া নিজ ম্যাচ জিতে প্রত্যাশিত শুরু করেছেন এ্যাঞ্জেলিক কারবার, ইউজেনি বাউচার্ড, সিমোনা হ্যালেপ, গারবিন মুগুরুজা, এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা। সবাই দ্বিতীয় রাউন্ডের টিকেট পেয়েছেন। প্রথম রাউন্ডের ম্যাচে জার্মানির কারবার ৬-০, ৬-৪ গেমে স্বদেশী আনা-লিনা ফ্রেইডসামকে, কানাডার বাউচার্ড ৬-৩, ৭-৬ (৭/৫) গেমে ফ্রান্সের ওকেনে ডোডিনকে, শীর্ষ বাছাই রোমানিয়ার হ্যালেপ ৭-৬(৭/৫), ৬-১ গেমে অস্ট্রেলিয়ার ডেস্টানে আইভাকে, স্পেনের মুগুরুজা ৬-৪, ৬-৩ গেমে ফ্রান্সের জেসিকাকে ও পোল্যান্ডের রাদওয়ানস্কা ২-৬, ৬-৩, ৬-২ গেমে পরাজিত করেন চেকপ্রজাতন্ত্রের ক্রিশ্চিনা পিলসকোভাকে। পুরুষ এককে প্রত্যাশিত জয় দিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন দুই সুপারস্টার সুইজারল্যান্ডের রজার ফেদেরার ও সার্বিয়ার নোভাক জোকোভিচ। মেলবোর্নে প্রথম রাউন্ডের ম্যাচে সেøাভেনিয়ার আলিয়াস বেদেনেকে ৬-৩, ৬-৪, ৬-৩ গেমে হারান রেকর্ড ১৯টি গ্র্যান্ডসø্যাম জয়ী ফেদেরার। দ্বিতীয় রাউন্ডে জার্মানির ইয়ান লেনার্ডের মুখোমুখি হবেন দ্বিতীয় বাছাই ও বর্তমান চ্যাম্পিয়ন ফেদেরার। গত উইম্বলডনের পর কনুইয়ের চোটের কারণে বছরের বাকি সময় কোর্টের বাইরে কাটানো জোকোভিচ ৬-১, ৬-২, ৬-৪ গেমে উড়িয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ইয়ংকে। ছয়বার অস্ট্রেলিয়ান ওপেনসহ মোট ১২টি গ্র্যান্ডসøাম জেতা জোকোভিচ দ্বিতীয় রাউন্ডে খেলবেন ফ্রান্সের গায়েল মফিসের বিরুদ্ধে। ২০১৬ সালের অস্ট্রেলিয়ান ওপেন চলার সময় করা ডোপ টেস্টে ব্যর্থ হয়ে নিষিদ্ধ হন শারাপোভা। ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটানোর পর এবারই প্রথম মোলবোর্নে খেলতে নামেন রুশ তন্বী তনুলতা। তাতে দারুণ সফলও হয়েছেন। সহজ জয়ে পরের পর্ব নিশ্চিত করেছেন পাঁচবারের গ্র্যান্ডসøাম চ্যাম্পিয়ন। মাত্র ৭৮ মিনিটেই মারিয়াকে উড়িয়ে দেন আরেক মারিয়া মানে শারাপোভা। ডোপ নিষেধাজ্ঞা থেকে ফিরে এ নিয়ে দ্বিতীয় গ্র্যান্ডসøাম খেলছেন তিনি। দ্বিতীয় রাউন্ডে শারাপোভার প্রতিপক্ষ ভারভারা লেপচেঙ্কো ও আনাস্তাসিজা সেভাস্তোভার মধ্যে জয়ীর সঙ্গে। নিষিদ্ধ থাকার পর ২০১৭ সালের এপ্রিলে কোর্টে ফেরেন শারাপোভা। প্রত্যাবর্তনের পর আগস্টে খেলেছেন ইউএস ওপেন। কিন্তু প্রত্যাশিত ফল পাননি। সবমিলিয়ে গেল বছর ভাল কাটেনি রাশান ডার্লিংয়ের। এবার খেলছেন অবাছাই হিসেবে। তবু ভাল করার ইচ্ছা। জয়ের পর শারাপোভা বলেন, গত বছরটা আমার জন্য ছিল অনেক ঘটনাবহুল। সব ভুলে এখন নিজেকে ফিরে পেতে চাই। ফিরতে পেরে আমি খুশি। আশা করি সবকিছু ভাল হবে। ৩০ বছর বয়সী শারাপোভা সাবেক নাম্বার ওয়ান তারকা। পাঁচবারের গ্র্যান্ডসøাম জয়ী ও তিনবারের রানারআপ। সকলের জানা একজন চিত্রশিল্পীর কাছ থেকে রং-তুলি, একজন গায়কের কাছ থেকে গিটার কেড়ে নেয়ার কষ্ট শুধু ওই গায়ক কিংবা ওই চিত্রশিল্পীই বুঝবেন। শারাপোভাও নিজেকে মনে করেন টেনিস কোর্টের একজন শিল্পী। র‌্যাকেটের এক একটি আঁচড়ে মোহিত করতেন দর্শকদের। আর সেই কোর্ট থেকে তাকে বিচ্ছিন্ন থাকতে হয়েছে দীর্ঘ ১৫ মাস। তারপর মুক্তি পেয়েছেন। ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে সেরেনা উইলিয়ামসের কাচে হারের পর ওয়ার্ল্ড এ্যান্টি-ডোপিং এজেন্সির (ওয়াডা) কাছে ডোপ পরীক্ষার জন্য নমুনা প্রদান করেছিলেন পাঁচবারের গ্র্যান্ডসøাম জয়ী। নমুনা বিশ্লেষণ করে ওই বছর ২ মার্চ শারাপোভাকে মেলডোনিয়াম সেবনের দায়ে অভিযুক্ত করে ওয়াডা। এরপর প্রাথমিকভাবে দুই বছরের নিষেধাজ্ঞা পান রাশিয়ান টেনিসকন্যা। ২০১৬ সালের অক্টোবরে কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টসে আপীলের পর তার নিষেধাজ্ঞা ৯ মাস কমানো হয়। নিষেধাজ্ঞা কাটিয়ে যখন কোর্টে ফিরেছেন তখন টেনিসে বদলে গেছে অনেক কিছু। আরেকবার অস্ট্রেলিয়ান ওপেন জিতে সেরেনা উইলিয়ামস নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়, মুগুরুজা তখন পর্যন্ত গ্র্যান্ডসøাম চ্যাম্পিয়ন ছিলেন না, শারাপোভার কঠোর সমালোচক এ্যাঞ্জেলিক কারবার তার অনুপস্থিতিতে জিতেছেন দুটি বড় শিরোপা। যখন টেনিস থেকে বাইরে চলে গিয়েছিলেন তখনই ফর্ম কিছুটা পড়তির দিকে ছিল শারাপোভার। বয়সও হয়ে গেছে ৩০। এবার অস্ট্রেলিয়ান ওপেনে কি নিজেকে ফিরে পাবেন রাশান ডার্লিং?
×