ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুকুরের ডাক অনুবাদ হবে ইংরেজীতে

প্রকাশিত: ০৫:৫৫, ১৭ জানুয়ারি ২০১৮

কুকুরের ডাক অনুবাদ হবে ইংরেজীতে

এবার প্রাণীদের কণ্ঠস্বর আর মুখের অঙ্গভঙ্গি বুঝে তা ইংরেজীতে অনুবাদ করে দিতে পারে এমন যন্ত্র বানাতে কাজ শুরু করেছেন মার্কিন বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স) ব্যবহার করে এই কাজটি করা হবে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের নর্দার্ন আরিজোনা বিশ্ববিদ্যালয়ের ড. কন স্লোবোডচিকফ প্রেইরি কুকুর ও তাদের যোগাযোগের উপায় নিয়ে ৩০ বছরেরও বেশি সময় ধরে গবেষণা করেছেন। তার গবেষণার ওপর ভিত্তি করে স্লোবোডচিকফ আর তার সহকর্মী একটি এলগোরিদম বানিয়েছেন। এই এলগোরিদম প্রেইরি কুকুরের কণ্ঠস্বর ইংরেজীতে অনুবাদ করতে পারে। গবেষক দুজন জুলিঙ্গুয়া নামের একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। মানুষ আর প্রাণীর মধ্যে বোধগম্য কোন ভাষায় যোগাযোগে সহায়তা করতে আরও প্রযুক্তি আনার উদ্দেশেই এই প্রতিষ্ঠান চালু করা হয়। স্লোবোডচিকফের মতে, অন্যান্য শিকারির সতর্ক করতে প্রেইরি কুকুর উচ্চৈঃস্বরে ডাকে। এই ডাক শিকারির আকার ও ধরনের ওপর ভিত্তি করে ভিন্ন হয়। প্রেইরি ডগ মানুষের পরিধেয় কাপড়ের রঙ ও নির্দেশ করতে পারে। স্লোবোডচিকফ বলেছেন, ‘আমি মনে করি, যদি আমরা প্রেইরি কুকুরের সঙ্গে এটি করতে পারি, আমরা নিশ্চিতভাবে অন্য কুকুর আর বিড়ালের সঙ্গেও তা করতে পারি।’ তিনি ও তার দল কুকুরের ঘেউ ঘেউ আর শরীরের নড়াচড়া বিশ্লেষণায় হাজার হাজার ভিডিও দেখছেন। এই ভিডিওগুলো দিয়ে একটি এআই এলগোরিদমকে যোগাযোগের ইঙ্গিতগুলো শেখানো হবে। -এনবিসি নিউজ
×