ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টঙ্গীবাড়ীতে ব্যবসায়ীর ওপর ২ দফা সন্ত্রাসী হামলা

প্রকাশিত: ০৩:১১, ১৬ জানুয়ারি ২০১৮

টঙ্গীবাড়ীতে ব্যবসায়ীর ওপর ২ দফা সন্ত্রাসী হামলা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়ী উপজেলার আবদুল্লাপুর বাজারের ছোয়া ইঞ্জিনিয়ারিং ওর্য়াকশপের মালিক রাসেলকে (৩৫) কুপিয়ে ও পিটিয়ে গরুতর জখম করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। উপজেলার আবদুল্লাহপুর গ্রামের জুবায়েরের (২৫) ঘুড়ির সুতা ছিড়ে উড়ে চলে গেলে ঘুড়িটি আহত রাসেলের ছেলে তানভীর (৭) কুড়িয়ে পেয়ে নিয়ে যায়। এ ঘটনায় জুবায়ের সোমবার বিকালে তানভীরকে মারধর করলে তানভীর তার পিতা রাসেলকে জানায়। পরে রাসেল উক্ত বিষয়ে সোমবার সন্ধায় আবদুল্লাহপুর শশ্মান এর সামনে জুবায়েরকে তানভিরকে মারার কারণ জিজ্ঞাসা করলে জুবায়ের ও তার বড় ভাই ছাদ্দাম এবং চাচাতো ভাই মিলনসহ কয়েকজন রাসেলকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে রবিবার রাতে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্র হাসপাতালে চিকিৎসা নিতে আসলে কর্তব্যরত ডাক্তার তার হাতে এক্ররে করার জন্য বললে আহতের স্বজনরা তাকে হাসপাতালের বাইরে এক্ররে করার জন্য নিয়ে আসে। এই সময় টঙ্গীবাড়ী বাজার ব্রীজের পাস থেকে সোমবার রাত ৯টার দিকে সন্ত্রাসীরা রাসেলকে তুলে নিয়ে পাশের নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে বেধরক পিটাতে থাকে। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্র হাসপাতালে আবার নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় রাসেলে শাশুড়ি বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় একটি মামলা করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু কালাম জানান, রাসেলকে দু’দফা মারধরের ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
×