ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রতিরক্ষা বাহিনী প্রধানদের বিল নিয়ে সাব-কমিটি গঠন

প্রকাশিত: ০৩:০৯, ১৬ জানুয়ারি ২০১৮

প্রতিরক্ষা বাহিনী প্রধানদের বিল নিয়ে সাব-কমিটি গঠন

সংসদ রিপোর্টার ॥ প্রতিরক্ষা বাহিনী সমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধাদি) বিল পরীক্ষা-নীরিক্ষা ও পর্যালোচনা করতে সাব-কমিটি গঠন করা হয়েছে। ৩ সদস্যর কমিটিতে আহ্বায়ক করা হয়েছে লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানকে। অপর দুই সদস্য হলেন- মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ও বেগম হোসনে আরা বেগম। মঙ্গলবার সংসদ সচিবালয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৯তম বৈঠকে এ কমিটি গঠন করা হয়। কমিটিকে বিস্তারিত প্রতিবেদন দিতে এক সপ্তাহের সময় দেয়া হয়েছে। মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, মোঃ মাহ্বুবুর রহমান, ডাঃ দীপু মনি, মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মাহমুদ উস সামাদ চৌধুরী এবং বেগম হোসনে আরা বেগম অংশ নেন। এর আগে ৯ জানুয়ারি বিলটি সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। পরে বিলটি পরীক্ষা-নীরিক্ষা করে রিপোর্ট দিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনসহ বিভিন্ন দপ্তর ও স্থাপনা পরিদর্শনের জন্য ফেব্রুয়ারী মাসের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক একটি পরিদর্শন সূচি তৈরীর সুপারিশ করা হয়। বিলে অবসরে যাওয়া প্রতিরক্ষা বাহিনী (সেনা নৌ ও বিমান) প্রধান সাংবিধানিক পদে নিয়োগ পেতে পারেন- এমন বিধান রাখা হয়েছে। এতে বলা হয়েছে, আপাতত বলবৎ অন্য কোন আইন দ্বারা বাধা আরোপিত না হইয়া থাকিলে অবসরপ্রাপ্ত কোন বাহিনী প্রধান সাংবিধানিক কোন পদে নিয়োগ লাভের জন্য অযোগ্য বলে গণ্য হবেন না। প্রতিরক্ষা বাহিনী সমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধাদি) আইন ২০১৮ নামে বিলে বলা হয়েছে, উপ-ধারা (৯৩) এর বিধান সাপেক্ষে বাহিনী প্রধানের নিয়োগের মেয়াদ হবে একসঙ্গে বা বর্ধিতকরনসহ নিয়োগ প্রদানের তারিখ হতে অনুর্দ্ধ চার বছর। এছাড়া বিলে প্রতি মাসে বাহিনী প্রধানের বেতন ৮৬ হাজার টাকা হবে বলে উল্ল্যেখ করা হয়েছে। বাহিনী প্রধানদের পুন:নিয়োগ প্রসঙ্গে বিলে বলা হয়েছে- বাহিনী প্রধান অবসরপ্রাপ্ত হওয়া বা স্বেচ্ছায় অবসর গ্রহন করার পর প্রজাতন্ত্রের কর্মে কোন সামরিক বা বেসামরিক পদে পুন:নিয়োগ লাভে অযোগ্য হবেন। এ বিষয়ে শর্ত উল্ল্যেখ করে বলা হয়েছে, রাষ্ট্রপতি জনস্বার্থে আবশ্যক মনে করিলে অবসরপ্রাপ্ত কোন বাহিনী প্রধানকে চুক্তি ভিত্তিতে প্রজাতন্ত্রের কর্মে কোন বেসামরিক পদে নিয়োগ দান করতে পারবেন। বিলের উদ্দেশ্য ও কারন সম্পর্কে বলা হয়েছে, বর্তমানে প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের নিয়োগ ও বেতন-ভাতাদির বিষয়টি সংবিধানের নির্দেশনার আলোকে স্বতন্ত্রভাবে ব্যবস্থিত না হয়ে বর্তমানে যৌথ বাহিনী নির্দেশনাবলী নামীয় ইন্সট্রুমেন্ট দ্বারা অন্যান্য সকল সামরিক কর্মচারির সঙ্গে একীভূতভাবেই ব্যবস্থিত হচ্ছে। এ ধরনের যৌথ বাহিনী নির্দেশনাবলীর পাঠোদ্ধার অত্যন্ত কষ্টসাধ্য।
×