ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে বিশ্ব এজতেমার দ্বিতীয় পর্বের প্রস্তুতি

প্রকাশিত: ০২:৩০, ১৬ জানুয়ারি ২০১৮

টঙ্গীতে বিশ্ব এজতেমার দ্বিতীয় পর্বের প্রস্তুতি

নূরুল ইসলাম, টঙ্গী ॥ টঙ্গীতে প্রথম পর্বের এজতেমা শেষে দ্বিতীয় পর্বের বিশ্ব এজতেমা শুরুর প্রস্তুতি কাজ চলছে খুব জোরেশোরে। তাবলীগ অনুসারী মুসল্ল এবং গাজীপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা মাঠের ভেতরে এবং বাহিরের ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ করেছেন দিন-রাত ব্যাপী। গাজীপুর সিটি কর্পোরেশনের ১০টি ট্রাক ময়লা অপসারণের কাজে ব্যস্ত রয়েছে। দ্বিতীয় পর্বের বিশ্ব এজতেমা শুরু হবে আগামী ১৯ জানুয়ারী শুক্রবার থেকে। ২১ জানুয়ারি রবিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫৩তম বিশ্ব এজতেমা। রাজধানীর উপকন্ঠে টঙ্গী তুরাগ নদীর তীরে শুরু হওয়া দ্বিতীয় পর্বের বিশ্ব এজতেমা নির্বিঘ্নে করতে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ শুরু করছে। এজতেমা ময়দানের সরকারি-বেসরকারি সংস্থার সহযোগিতায় নিয়োজিত স্থানীয় এমপি জাহিদ আহসান রাসেল, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান মতি দ্বিতীয় পর্বের বিশ্ব এজতেমা সফল করতে এজতেমা মুরুব্বীদের সঙ্গে সাবক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছেন। টঙ্গী ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এম.এ লতিফ জানান, তাদের সমিতি দ্বিতীয় পর্বের বিশ্ব এজতেমায় মুসল্ল¬ীদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ অব্যাহত রাখবেন। মঙ্গলবার সকালে এজতেমা মাঠে গিয়ে দেখা গেছে, ময়লা-আবর্জনা অপসারণ ও পরিচ্ছন্নতার কাজে অংশ নিয়েছেন তাবলীগ জামাতের শতাধিক স্বেচ্ছাসেবী কর্মীর পাশাপাশি গাজীপুর সিটি কর্পোরেশনের শতাধিক পরিচ্ছন্নতাকর্মী। তারা প্রথম পর্বের অংশগ্রহণকারী মুসল্লীদের ফেলে যাওয়া অসংখ্যা পলিথিন ও কাগজের ঠোঙ্গা, রান্নাবান্নার কাজে ব্যবহৃত পোড়া কাঠ ও ইট, শাক-সবজির উচ্ছিষ্ট ও অন্যান্য পরিত্যক্ত ময়লা-আবর্জনা অপসারণ করছেন। এছাড়া ময়দানের বিভিন্ন স্থানে চটের সামিয়ানা ছিড়ে যাওয়ায় এজতেমার স্বেচ্ছাসেবীরা স্ব্চেছাশ্রমে তা পুনর্নিমাণ করছেন। রান্না-বান্নায় জমে থাকা পানির ওপর বালু ছিটিয়ে শুকনো অবস্থায় ফিরিয়ে আনছেন। বিদ্যুৎ এবং মাইকের কর্মীরাও ঝুলে পড়া বৈদ্যুতিক তার মেরামত করছেন। প্রথম পর্বের আখেরী মোনাজাত শেষে প্রতিদিন বিকালে তুরাগ পাড়ের তাশকিলের কামড়ায় মুসল্লীরা ইবাদত বন্দেগীতে সময় কাটাচ্ছেন।
×