ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পাথরঘাটায় বাগদা পোনাসহ আটক ৬

প্রকাশিত: ০১:৫৮, ১৬ জানুয়ারি ২০১৮

পাথরঘাটায় বাগদা পোনাসহ আটক ৬

সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা ॥ বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদীর চরদুয়ানীর মোহনা থেকে এক লাখ ৭০ হাজার বাগদা পোনাসহ ৬ ব্যাক্তিকে আটক করা হয়েছে। সোমবার রাত দেড়টার দিকে চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা নামবিহীন একটি ট্রলার থেকে ওই পোনা জব্দ করে।আটক ব্যক্তিদের নাম জানা না গেলেও তাদের সকলের বাড়ি পটুয়াখালী জেলার মহিপুর এলাকায় বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদশর্ক (এসআই) আব্দুর রাজ্জাক মঙ্গলবার বলেন,আটক ৬ ব্যাক্তি ও পোনাসহ ট্রলারটি নিয়ে পাথরঘাটা এসেছি। চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর এলাকা থেকে খুলনার উদ্দেশে যাওয়ার পথে সাগর মোহনার বলেশ^র নদের পাথরঘাটার পদ্মা স্লুইজ এলাকা থেকে ইঞ্জিনচালিত নামবিহীন একটি ট্রলারে রাখা মাটির পাত্রে এক লাখ ৭০ হাজার বাগদা পোনা জব্দ করা হয়। এ সময় ওই ট্রলারে থাকা ৬ ব্যাক্তিকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের পাথরঘাটা থানায় হস্তান্তের করা হয়েছে।
×