ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাসুয়ার কোপে আঙ্গুল হারালো যুবক

প্রকাশিত: ০০:২০, ১৬ জানুয়ারি ২০১৮

তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাসুয়ার কোপে আঙ্গুল হারালো যুবক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ তুচ্ছ ঘটনার জের ধরে রাজশাহী নগরীতে এক ব্যক্তি হাতের তিন আঙ্গুল কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার সকালে নগরীর কেদুর মোড় এলাকায় পদ্মা নদীর তীরে এ ঘটনা ঘটে। হামলার শিকার ব্যক্তির নাম রুবেল (৩০)। তিনি নগরীর কেদুর মোড় এলাকার বাচ্চুর ছেলে। ঘটনার পর আহত অবস্থায় উদ্ধার করে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধিন। এঘটনায় অভিযুক্ত একই এলাকার সওদাগর নামের এক যুববকে আটক করেছে নগরীর বোয়ালিয়া থানা পুলিশ । পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সকাল সাড়ে ৮ টার দিকে পদ্মা নদীতে নৌকা পারাপার নিয়ে রুবেলর সঙ্গে একই এলাকার সওদাগর, বাদশা এবং চাদনীর বাক-বিতান্ডা হয়। এক পর্যায়ে সওদাগরের হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে রুবেলকে কোপ বসায়। এসময় রুবেল হাত দিয়ে রক্ষার চেষ্টা করলে তার হাতের তিনটি আঙ্গুল কেটে পড়ে যায়। পরে এলাকার লোকজন রুবেলকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে। নগরীর বোয়ালিয়া থানার ওসি আমানউল্লাহ বলেন, তারা সবাই পদ্মা নদীতে নৌকা চালায়। সকালে মাছধরা নৌকা পারাপারের জেরে উভয়ের মধ্যে বাক-বিতান্ডার এক পর্যায়ে সওদাগর হাসুয়া দিয়ে কুপিয়ে রুবেলের হাতের তিন আঙ্গুল কেটে দেয়। পুলিশ এ ঘটনায় সওদাগকে আটক করা হয়েছে।
×