ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নওগাঁয় গত ৬ মাসে রাকাবের ৯২ কোটি টাকার ঋন বিতরণ

প্রকাশিত: ০০:০৪, ১৬ জানুয়ারি ২০১৮

নওগাঁয় গত ৬ মাসে রাকাবের ৯২ কোটি টাকার ঋন বিতরণ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁ জেলায় চলতি ২০১৭-১৮ বছরে গত ৬ মাসে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ৯টি খাতের মধ্যে ৭টি খাতে ৭হাজার ৫৭৩ জনের মধ্যে মোট ৯২ কোটি ৩০ লাখ ৬ হাজার টাকা ঋন বিতরন করেছে। দু’টি খাতে লক্ষ্যমাত্রা থাকলেও এখন পর্যন্ত ওই দু’টি থাতে কোন ঋন বিতরন হয়নি। চলতি বছর এসব খাতে ঋন বিতরনের লক্ষ্যমাত্রা নির্ধারিত রয়েছে, ১৪৯ কোটি ১০ লাখ টাকা। জুলাই’১৭ থেকে ডিসেম্বর’১৭ পর্যন্ত এই ৬ মাসে উল্লেখিত পরিমান অর্থ বিতরন করা হয়েছে। এ পর্যন্ত ঋন বিতরনের হার শতকরা ৬২ শতাংশ। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) নওগাঁর জোনাল ব্যবস্থাপকের দায়িত্বরত উপ-মহাব্যবস্থাপক মোঃ শাহজাহান আলী মন্ডল বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদককে জানান, নওগাঁ জেলায় ঋন বিতরন ও আদায়ের পরিস্থিতি সন্তোষজনক। সিএমএসএমই খাতে চলতি বছর ঋন বিতরনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয় ১০ কোটি টাকা। ডিসেম্বর’১৭ পর্যন্ত এই খাতে ২২০ জনের মধ্যে ঋন বিতরন করা হয়েছে ১০ কোটি ৮০ লাখ ৮২ হাজার টাকা। ঋন বিতরনের হার ১০৮ শতাংশ। অন্যান্য খাতে এই বছর ঋন বিতরনের লক্ষ্যমাত্রা নির্ধারিত আছে ৮ কোটি টাকা। এ পর্যন্ত মোট ৬৪২ জনের মধ্যে বিতরন করা হয়েছে ৬ কোটি ৪লাখ ৫২ হাজার টাকা। বিতরনের হার ৭৬ শতাংশ।
×