ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মানুষ এখন বিএনপি-জামায়াতের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে- মেনন

প্রকাশিত: ২৩:৫৮, ১৬ জানুয়ারি ২০১৮

মানুষ এখন বিএনপি-জামায়াতের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে- মেনন

স্টাফ রিপোর্টার ॥ সকলকে নানা ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দেশের মানুষ এখন বিএনপি জামাতের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। স¦ভাবতই তারা এখন বিভিন্ন অপকৌশলের আশ্রয় নেবে। তাই চৌদ্দ দলসহ সকলকে তাদের এই অপকৌশলের ব্যাপারে সতর্ক থাকতে হবে। মঙ্গলবার রাজধানীর শাহবাগ এলাকায় ২১ নং ওয়ার্ড কাউন্সিলর এম এ হামিদ খান এর কার্যালয়ে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, এম এ হামিদ খান প্রমুখ। ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন বলেন, আমি এলাকার এমপি হিসেবে শীত বস্ত্র বিতরণ করতে এসেছি। বর্তমান সরকারের সময়ে এই এলাকার রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। সরকারের উন্নয়নের ছোয়া এখন দেশের আনাচে কানাচে পৌঁছে গেছে। দেশের মানুষ আজ তৃপ্তিতে নিঃশ^াস নিচ্ছে। অথচ বিএনপি-জামাত জোট নানা জায়গায় সরকারের বদনাম করছে। এরপর দুপুরে মন্ত্রী পল্টনস্থ ওয়ার্কার্স পার্টির অফিস প্রাঙ্গনে প্রয়াত বামনেতা অমল সেনের ১৫তম মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন।
×