ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

যে কারণে উত্তেজনা বাড়ছে লাল সাগরে

প্রকাশিত: ২৩:৫৫, ১৬ জানুয়ারি ২০১৮

যে কারণে উত্তেজনা বাড়ছে লাল সাগরে

অনলাইন ডেস্ক ॥ গত মাসে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোয়ান সুদান সফর করে যাওয়ার পর থেকেই উত্তেজনা বাড়ছে লাল সাগর এলাকায়। সম্প্রতি বাড়তি সেনা মোতায়েন করেছে দেশটি। সেনা মোতায়েন করেছে মিসরও। এদিকে এরদোয়ানের এবারের সুদান সফর ঐতিহাসিক হয়েই থাকবে। কারণ, ১৯৫৬ সালে সুদান স্বাধীন হওয়ার পর তুরস্কের কোনো রাষ্ট্রনেতা এবারই প্রথম সে দেশ সফরে গেছেন। সফরে দু'দেশের পররাষ্ট্রনীতি এবং সেনাবাহিনীর ব্যাপারেও চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া এরদোয়ান কয়েক ডজন চুক্তি স্বাক্ষর করেছেন সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরের সঙ্গে। তার মধ্যে লাল সাগর তুরস্ককে দিয়ে দিতে রাজি হয়েছে সুদান। সুদানের দাবি, তুরস্ক সেখানে পর্যটন কেন্দ্র তৈরি করবে। এছাড়া, সেখান থেকে হজযাত্রীদের মক্কায় যাওয়ার পথে লাল সাগর পাড়ি দেওয়ার জন্য ট্রানজিট সুবিধা দেওয়ার কথাও বলা হয়েছে। অন্যদিকে মিসরের দাবি, সেখানে ঘাঁটি তৈরি করতে যাচ্ছে তুরস্ক। সৌদি আরবের গণমাধ্যমগুলোর খবরেও একই ধরনের তথ্য দেওয়া হয়েছে। আর তা নিয়েই উত্তেজনার পারদ চরমে উঠছে। সুদান বলছে, নিজেদের নিরাপত্তার খাতিরেই তারা বাড়তি সেনা মোতায়েন করেছে। তবে নিরাপত্তাহীনতার অভিযোগ উড়িয়েছে দেশটি।সূত্র : আলজাজিরা।
×